পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনচরিত—হুরূহ ও সঙ্কলিত নূতন শব্দের অর্থ S8& ছায়াপথ, (Milky Way) নভোমণ্ডলে দৃশ্যমান জ্যোতির্ময় তিরশচীন পথ। জলোচ্ছাস, (Tide) [ জল-উচ্ছ্বাস ] জলের স্ফীতত, জোয়ার । জাতীয় বিধান, (National Law) বিভিন্নজাতীয় লোকদিগের পরস্পরব্যবহারব্যবস্থাপক শাস্ত্র। জ্যোতিবিদ্যা, (Astronomy) গ্রহ, নক্ষত্র, ধূমকেতু প্রভৃতি দিব্য পদার্থের স্বরূপ, সঞ্চার, পরিভ্রমণকাল, গ্রহণ, শৃঙ্খল, অস্তর ও তৎসংক্রান্ত সমস্ত ঘটনা নিরূপক শাস্ত্ৰ । costfo, (Heavenly Bodies) of টঙ্কবিজ্ঞান, (Numismatics) টঙ্ক মুদ্র, টাকা। নানাদেশীয় ও নানাকালীন টঙ্ক পরিজ্ঞানার্থক বিদ্যা। তুলামান, (Libration) তুলাদণ্ডে পবিমাণকরণ। চন্দ্রের তুলামানশন্ধে চন্দ্রমণ্ডলবৃত্তিপরীবৰ্ত্ত। এই পরীবৰ্ত্ত দ্বাবা চন্দ্রমগুলের প্রাস্তসন্নিহিত কোনও কোনও অংশের পর্য্যায়ক্রমে আবির্ভাব ও তিরোভাব হয় । তৃৰ্য্যfচাস্য, তৃৰ্য্য (Music) বাদ্য , আচার্য্য উপদেশক । যে ব্যক্তি বাদ্যবিষয়ে শিক্ষা প্রদান করেন । হর্য্যাজীব, (Musician) তৃয্য বাদ্য, আজীব জীবিক । বাদ্যব্যবসায়ী । দূরবীক্ষণ, Telescope) দূব-বীক্ষণ । দূরস্থিতবস্থদর্শনার্থ নলাকার যন্ত্র, দূরবীণ। দৃষ্টিবিজ্ঞান, (Optics) আলোক ও দর্শন বিষয়ক বিদ্যা । দ্বিপাদপ্রমিত, যাহার পরিমাণ দুষ্ট (Foot) পা । দেবালয, (Church) দেব ঈশ্বর , আলয় স্থান । ঈশ্বরের উপাসনার স্থান, গির্জা । ধাতুবিদ্যা, (Mineralogy) ধাতু ভূগর্তে স্বয়মুৎপন্ন নিজীব পদার্থ, যেমন স্বর্ণ, প্রস্তর, পাবদ, লবণ, অঙ্গার প্রভৃতি ; এতদ্বিষয়ক বিদ্যা । নক্ষত্রবিদ্যা, (Astrology) গ্ৰহ নক্ষত্রাদির স্থিতি ও সঞ্চার অন্তসারে শুভাশুভনির্বচন ও ভবিষ্যসংস্থচন বিদ্যা । নাড়ীমণ্ডল, (Equator) বিষুবরেখা । স্বয্য এই রেখায় উপস্থিত হইলে, দিন ও রাত্রি সমান হয়। নীহারিকা, (Nebulae) নীহাব বুজ ঝটিকা। যে সকল নক্ষত্র চক্ষুর গোচর নয়, দূরবীক্ষণ দ্বারা অবলোকন করিলে, কুজ ঝটিকাবং প্রতীয়মান হয়, তৎসমুদাযের নাম নীহারিকা । নৈসৰ্গিক বিধান, (Natural Law) নৈসৰ্গিক স্বাভাবিক, বিধান নিয়ম, ব্যবস্থা। মানবজাতির ঐশিক নিমমাতুযায়ী পরস্পব ব্যবহার ব্যবস্থাপক শাস্ত্র। যথা ; কেহ কাহারও হিংসা করিবেক না ইত্যাদি । নৈহারিক নক্ষত্র, (Nebulous Star৪) যে সকল নীহারিকা নক্ষত্রের লক্ষণাক্রাস্ত বোধ হয়। পদার্থবিদ্যা, (Natural Philosophy) বিশ্বাস্তগত সমস্ত পদার্থের তত্ত্বনির্ণায়ক শাস্ত্র । পরিপ্রেক্ষিত, (Perspective) পরি সর্বতোভাবে, প্রেক্ষিত দর্শন। বস্তু সকল বাস্তিক সত্তাকালে যেরূপ প্রতীয়মান হয়, আলেখ্যে তাহাদের তদনুরূপবিন্যাসনিয়ামক বিদ্যা । পৰ্য্যবেক্ষণ, (Observation) [ পরি-অবেক্ষণ ] অভিনিবেশ পূৰ্ব্বক অবলোকন।