পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ع۔ ۔ ۔ یہ شہ، حمیxx:?نٹنٹیننٹعدuق۔ م = ' ষগ্নবতিতম সংস্করণের বিজ্ঞাপন এই পুস্তকের তাম্রপ্রকরণে নির্দিষ্ট ছিল, “তিন ভাগ দস্তা ও এক ভাগ তামা মিশ্রিত করিলে, পিত্তল হয়।” শ্ৰীমন্তসওদাগরপত্রিকার সম্পাদক মহাশয়েরা, বর্তমান সালের ১৫শে জ্যৈষ্ঠের পত্রিকাতে প্রদর্শিত করিয়াছেন, উপরি নির্দিষ্ট স্থলে, “এক ভাগ তাম।” এই নির্দেশটি ভুল। “এক ভাগ তাম।” ইহার পরিবর্তে, “চারি ভাগ তামা” এরূপ নির্দেশ হওয়া উচিত। তদনুসারে, ঐ স্থল সংশোধিত হইয়াছে। এতদ্ভিন্ন, রঙ্গপ্রকরণে, “তামা মিশ্রিত করিলে, উত্তম কাসা প্রস্তুত হয়,” এতন্মাত্র নির্দিষ্ট ছিল, তামা ও রাঙের অংশ নিদিষ্ট ছিল না। উক্ত সম্পাদক মহাশয়ের, এই নূ্যনতারও উল্লেখ করিয়াছিলেন। তদনুসারে, এই নূ্যনতারও পরিহার করা গিয়াছে। সম্পাদক মহাশয়ের, এই ভুল ও এই নূ্যনতার প্রদর্শন করাতে, আমি অতিশয় উপকৃত ও অনুগৃহীত হইয়াছি, ইহা বলা বাহুল্য মাত্র । কলিকাতা । ২৫শে ভাদ্র ১২৯৩ সাল ।