পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোধোদয়—চেতন পদার্থ Ꮌ ©Ꮌ শাখায় বসিতে পারে। কোনও কোনও পক্ষী অতিশয় ক্ষুদ্র ; যেমন চড়ুই, বাবুই ইত্যাদি। পক্ষীরা, খড়, কুট, তৃণ প্রভৃতির আহরণ করিয়া, অতি পরিষ্কৃত ক্ষুদ্র ক্ষুদ্র বাস৷ প্রস্তুত করে। কাক, কোকিল, পারাবত প্রভৃতি কতকগুলি পক্ষীর আকার কিছু বৃহৎ । হংস, সারস প্রভূতি কতকগুলি পক্ষী জলে খেলা করে ও সাতার দিতে ভাল বাসে ; ইহার জলচর পক্ষী। সকল পক্ষী আপন আপন বাসায় ডিম পাড়ে। কিছু দিন ডানায় ঢাকিয়া গরমে রাখিলে, ডিমের ভিতর হইতে ছানা বাহির হয় । ইহাকেই ডিমে তা দেওয়া ও ডিম ফুটান কহে। মৎস্য একপ্রকার জন্তু । ইহার। জলে থাকে । মৎস্যের শরীর ছালে আচ্ছাদিত । ঐ ছালের উপর মন্থণ, চিকণ শঙ্ক অর্থাৎ আইস আছে । বুয়াল, মাগুর প্রভৃতি কতকগুলি মৎস্যের ছালে তাইস নাই । মৎস্যের দুই পাশে যে পাখনা আছে, তাহার বলে জলে ভাসে । মৎস্যেরা অতি বেগে সাতার দিতে পারে, এবং জলের ভিতর দিয়া গিয়া, কীট ও অন্ত অমৃত্যু ভক্ষ্য বস্তু ধরে । আর একপ্রকার জন্তু আছে, তাহাদিগকে সরীসৃপ কহে ; যেমন সাপ, গোসাপ, টিকটিকি, গিরগিটি, বেঙ ইত্যাদি । সর্প প্রভৃতি কতকগুলি সরীসৃপের পা নাই, বুকে ভর দিয়া চলে। সপের শরীরের চৰ্ম্ম অতি মস্বণ ও চিক্কণ। ভেক, কচ্ছপ, গোসাপ, টিকটিকি প্রভৃতি কতকগুলি সরীসৃপের ক্ষুদ্র ক্ষুদ্র পা আছে ; উহারা তাহা দ্বারা চলে। ভেকজাতি অতি নিরীহ । কৌতুক ও আমোদের নিমিত্ত, উহাদিগকে ক্লেশ দেওয়া উচিত নহে। কেহ কেহ এমন নিষ্ঠুর যে, ভেক দেখিলেই ডেলা মারে ও যষ্টিপ্রহার করে । পতঙ্গজাতি, একপ্রকার জন্তু। পতঙ্গ নানাবিধ । গ্রীষ্ম ও বর্ষ। কালে ফড়িঙ, মশা, মাছি, প্রজাপতি প্রভূতি বহুবিধ পতঙ্গ উড়িয়া বেড়ায় । কোনও কোনও পতঙ্গজাতি, সময়ে সময়ে, অত্যন্ত ক্লেশকর হইয়া উঠে। পতঙ্গগণ পক্ষী, মৎস্য প্রভৃতি জন্তুর আহার । কীট অতি ক্ষুদ্র জন্তু । কীট নানাবিধ । উকুন, ছারপোকা, পিপীলিকা, উই, ঘুণ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র জন্তু কীটজাতি । এ সমস্ত ভিন্ন আরও অনেকবিধ জন্তু আছে। তাহার এত ক্ষুদ্র যে, অণুবীক্ষণ ব্যতিরেকে, কেবল চক্ষুতে দেখিতে পাওয়া যায় না। তাহার, স্ব স্ব প্রকৃতি অনুসারে, জলে ও স্থলে অবস্থিতি করে।