পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানবজাতি মানবজাতি, বুদ্ধি ও ক্ষমতাতে, সকল জন্তু অপেক্ষা শ্রেষ্ঠ। তাহদের বুদ্ধি ও বিবেচনাশক্তি আছে ; এজহ, সৰ্ব্ববিধ জন্তুর উপর আধিপত্য করে। মানুষ, পশুর ন্যায়, চারি পায়ে চলে না, দুই পায়ের উপর ভর দিয়া, সোজা হইয়া দাড়ায় । মানুষের দুই হাত, দুই পা । দুই হাত দিয়া, ইচ্ছামত সকল কৰ্ম্ম করিতে পারে। দুই পা দিয়া, ইচ্ছামত সৰ্ব্বত্র যাতায়াত করিতে পারে । মানুষ, দুষ্ট হস্ত দ্বারা, আহারসামগ্রীর আহরণ করে, গৃহসামগ্রী ও পরিধানবস্ত্র প্রস্তুত করিয়া লয়, এবং গৃহনিৰ্ম্মাণ করিয়া, তাহাতে বাস করে। গৃহের মধ্যে বাস করে, এজন্য মানুষকে রৌদ্র, বৃষ্টি, ঝড় প্রভৃতিতে ক্লেশ পাইতে হয় না । মনুষ্যজাতি একাকী থাকিতে ভাল বাসে না । তাহার। পিতা, মাতা, ভ্রাতা, স্ত্রী, পুত্র, কন্যা প্রভৃতি পরিবারবর্গের মধ্যগত ও প্রতিবেশিমণ্ডলে বেষ্টিত হইয়া বাস করে। এরূপও দেখিতে পাওয়া যায়, কোনও কোনও ব্যক্তি, লোকালয় ছাড়িয়া, অরণ্যে বাস করে ; কিন্তু তাদৃশ লোক অতি বিরল। অধিকাংশ লোকই, গ্রামে ও নগরে, পরস্পরের নিকট, বাটনিৰ্ম্মাণ করিয়া অবস্থিতি করে । যেখানে অল্প লোক বাস করে, তাহার নাম গ্রাম। যেখানে বহুসংখ্যক লোকের বাস, তাহাকে নগর বলে । যে নগরে রাজার বাস, অথবা রাজকীয় প্রধান স্থান থাকে, তাহাকে রাজধানী বলে ; যেমন কলিকাতা বাঙ্গালা দেশের রাজধানী । মনুষ্যের গ্রামে ও নগরে, একত্র হইয়া, বাস করে । ইহার তাৎপৰ্য্য এই, তাহাদের পরস্পর সাহায্য হইতে পারিবেক, ও পরস্পর দেখা শুনা ও কথাবাৰ্ত্তায় মুখে কালযাপন হইবেক । যে লোক যে দেশে বাস করে, তাহাকে সে দেশের নিবাসী বলে । দেশের সমস্ত নিবাসী লোক লইয়া একজাতি হয় । পৃথিবীতে নানা দেশ ও নানা জাতি আছে। লোক মাত্রেরই জন্মভূমিঘটিত এক এক উপাধি থাকে ; ঐ উপাধি দ্বারা, তাহাদিগকে অন্যদেশীয় লোক হইতে পৃথক বলিয়া জানা যায়। বাঙ্গালা দেশে আমাদের নিবাস ; এ নিমিত্ত, আমাদিগকে বাঙ্গালি বলে। এইরূপ, উড়িষ্যা দেশের নিবাসী লোকদিগকে উড়িয়া বলে ; মিথিলার নিবাসীদিগকে মৈথিল ; ইংলণ্ডের নিবাসীদিগকে ইঙ্গরেজ । জন্তু সকল, দিনের বেলায় আপন আপন কৰ্ম্ম করে, রাত্রিকালে নিদ্রা যায়। নিদ্রা যাইবার সময়, তাহারা শয়ন করে ও নয়ন মুদ্রিত করিয়া থাকে। অশ্ব প্রভৃতি কতকগুলি ミ>