পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S\లన বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা জন্তু দাড়াইয়া নিদ্রা যায়। শশ প্রভৃতি কতকগুলি জন্তু, চক্ষু ন মুদিয়া, নিদ্রা যাইতে পারে । আমরা, নিদ্রা যাইবার সময়, কখনও কখনও স্বপ্ন দেখি । স্বপ্ন সকল অমূলক চিন্ত৷ মাত্র, কাৰ্য্যকারক নহে। জন্তু সকল যখন নিদ্রা যায়, তখন উহাদিগকে নিদ্রিত বলে ; যখন, নিদ্রা না যাইয়া, জাগিয়া থাকে, তখন উহাদিগকে জাগরিত বলে । মনুষ্য ভিন্ন সকল জন্তুই কাচা বস্তু খাইয়া থাকে । ছাগ, গে, মহিষ প্রভূতি জন্তু সকল মাঠের কাচা ঘাস খায়। সিংহ, ব্যাঘ্র প্রভৃতি শ্বাপদের, কোনও জন্তু মারিয়া, তৎক্ষণাৎ তাহার কাচা মাংস খাইয়া ফেলে। পক্ষিগণ, জিয়ন্ত কীট পতঙ্গ ধরিয়া, তৎক্ষণাৎ ভক্ষণ করে । মনুষ্যেরা কাচা বস্তু খায় না, খাইলে পরিপাক হয় না, পীড়াদায়ক হয় । তাহারা প্রায় সকল বস্তুই, অগ্নিতে পাক করিয়া, খায়। ভাল পাক করা হইলে, ভক্ষ্য বস্তু সুস্বাদ ও শরীরের পুষ্টিকর হয় । জন্তুগণ যখন, সচ্ছন্দ শরীরে, আহার বিহার করিয়া বেড়ায়, তখন তাহাদিগকে সুস্থ বলা যায়। আর, যখন তাহাদের পীড়া হয়, সচ্ছন্দে অহার বিহার করিতে পারে না, সৰ্ব্বদ শুইয়া থাকে, ঐ সময়ে তাহাদিগকে অসুস্থ বলে । মনুষ্যের পীড়া হইবার অধিক সম্ভাবনা । পীড়া হইলে, চিকিৎসকেরা, ঔষধ, পথ্য প্রভূতির যে ব্যবস্থা করেন, সকলেরই, ঐ ব্যবস্থা অনুসারে, চলা উচিত ও আবশ্যক। যাহারা ঐ ব্যবস্থা অনুসারে চলে, তাহারা অধিক ক্লেশ পায় না, ত্বরায় রোগমুক্ত ও সুস্থ হইয় উঠে। যাহার। চিকিৎসকের ব্যবস্থায় অবহেলা করে, তাহারা বিস্তর ক্লেশ পায়, এবং অনেকে মরিয়া যায়। কোনও কোনও জন্তু অধিক কাল বঁাচে, কোন ও কোনও জন্তু অল্প কাল বঁাচে । হস্তী প্রায় এক শত বৎসর বঁাচে । ঘোড়া প্রায় কুড়ি বৎসর বঁাচে । কুকুর প্রায় চোঁদ পনর বৎসর বঁাচে । অধিকাংশ কীট পতঙ্গ প্রায় এক বৎসরের অধিক বঁাচে না । কোনও কোনও কীট এক ঘণ্টা মাত্র বঁাচে । অতি ক্ষুদ্রজাতীয় মশা, সূর্য্যের আলোকে অল্প কাল মাত্র খেলা করিয়া, ভূতলে পড়ে ও প্রাণত্যাগ করে । মনুষ্যজাতি, প্রায় সমুদায় জন্তু অপেক্ষ, অধিক কাল বঁাচে । মরণের অবধারিত কাল নাই । অনেকে প্রায় ষাটি বৎসরের মধ্যে মরিয়া যায়। যাহারা সত্তর, অাশি, নববষ্ট, অথবা এক শত বৎসর বঁাচে, তাহাদিগকে লোকে দীর্ঘজীবী বলে। কিন্তু অনেকেই শৈশব কালে মরিয়া যায়। এক্ষণে যাহারা নিতান্ত শিশু আছে, তাহারাও, তাহাদের পিতা, মাতা, পিতামহ, পিতামহীর দ্যায়, বৃদ্ধ বয়স পৰ্য্যন্ত