পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SVb. বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা সকল দেশেরই ভাষা পৃথক পৃথক । না শিখিলে, এক দেশের লোক অন্যদেশীয় লোকের ভাষা বুঝিতে পারে না। আমরা যে ভাষা বলি, তাহাকে বাঙ্গালা বলে। কাণী অঞ্চলের লোকে যে ভাষা বলে, তাহাকে হিন্দী বলে। পারস দেশের লোকের ভাষা পারসী। আরব দেশের ভাষা আরবী । হিন্দী ভাষাতে আরবী ও পারসী কথা মিশ্রিত হইয়া, এক ভাষা প্রস্তুত হইয়াছে, তাহাকে উর্দু বলে। উর্দকে স্বতন্ত্র ভাষা বলা যাইতে পারে না। কতকগুলি আরবী ও পারসী কথা ভিন্ন, উহা সৰ্ব্ব প্রকারেই হিন্দী। ইংলণ্ডীয় লোকের অর্থাৎ ইঙ্গরেজদিগের ভাষা ইঙ্গরেজী । ইঙ্গরেজেরা এক্ষণে আমাদের দেশের রাজা, সুতরাং ইঙ্গরেজী আমাদের রাজভাষী । এ নিমিত্ত, সকলে আগ্রহ পূর্বক ইঙ্গরেজী শিখে । কিন্তু, অগ্রে জাতিভাষা না শিখিয়া, পরের ভাষা শিখা কোনও মতে উচিত নহে । পূর্ব কালে, ভারতবর্ষে যে ভাষা প্রচলিত ছিল, তাহার নাম সংস্কৃত। সংস্কৃত অতি প্রাচীন ও অতি উৎকৃষ্ট ভাষা। এ ভাষা এখন আর চলিত ভাষা নহে। কিন্তু ইহাতে অনেক ভাল ভাল গ্রন্থ আছে। সংস্কৃত ভাল না জানিলে, হিন্দী, বাঙ্গালা প্রভূতি ভাষাতে উত্তম ব্যুৎপত্তি জন্মে না । কাল প্রভাত ও সন্ধ্যা কাহাকে বলে, তাহ৷ সকলেই জানে। যখন আমরা শয্যা হইতে উঠি, সূর্য্যের উদয় হয়, ঐ সময়কে প্রভাত বলে। যখন সূৰ্য্য অস্ত যায়- অন্ধকার হইতে আরম্ভ হয়, ঐ সময়কে সন্ধ্যা বলে। প্রভাত অবধি সন্ধ্যা পর্য্যন্ত যে সময়, তাহাকে দিবাভাগ বলে ; আর, সন্ধ্য অবধি প্রভাত পৰ্য্যন্ত যে সময়, তাহাকে রাত্রি বলে। দিবাভাগে সকল জীব জাগরিত থাকে ও আপন আপন কৰ্ম্ম করে । রাত্রিকালে সকলে আরাম করে ও নিদ্রা যায়। দিবাভাগের প্রথম ভাগকে পূৰ্ব্বাহু, মধ্য ভাগকে মধ্যাহ্ন, শেষ ভাগকে অপরাহু ও সায়াহ্ন বলে । দিবা ও রাত্রি এই দুয়ে এক দিবস হয় ; অর্থাৎ, এক প্রভাত অবধি আর এক প্রভাত পৰ্য্যন্ত যে সময়, তাহাকে দিবস বলে । দিবসকে যাটি ভাগ করিলে, ঐ এক এক ভাগকে এক এক দণ্ড বলে । আড়াই দণ্ডে এক হোরা ; তিন হোরাতে, অর্থাৎ সাড়ে সাত দণ্ডে,