পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ৭৯ উনআশি ৮৮ অষ্টাশি ৯৭ সাতনববই ৮০ আশি ৮৯ উননকবই ৯৮ আটনববই ৮১ একাশি ৯০ নকবই ৯৯ নিরনববই ৮২ বিরাশি ৯১ একনকবই S o o stva, ৮৩ তিরাশি ৯২ বিরনকবই ه لا o 5 هTقيمS} ৮৪ চুরাশি ৯৩ তিরনববই ১০০ ০০ অযুত ৮৫ পচাশি ৯৪ চুরনববই У o o o o o čjoš ৮৬ ছিয়াশি ৯৫ পচনকবই ه ه ه ه ه ه لا f:THقت ৮৭ সাতাশি ৯৬ ছিয়নকবই (tf দশ শতে এক সহস্ৰ, দশ সহস্ৰে এক অযুত, দশ অযুতে এক লক্ষ, দশ লক্ষে এক নিযুত, দশ নিযুতে এক কোটি হয়। ইহা ভিন্ন অবুদ, বৃন্দ, খৰ্ব্ব প্রভৃতি আরও কতকগুলি সংখ্যা আছে, সে সকলের সচরাচর ব্যবহার নাই । ১, ২, ৩, ৪, ৫, ইত্যাদি অঙ্ক যেমন এক, দুই, তিন, চারি, পাচ, ইত্যাদি সংখ্যার বাচক হয়, সেইরূপ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ইত্যাদি পূরণেরও বাচক হইয়। থাকে। যাহা দ্বারা কোনও সংখ্যা পূর্ণ হয়, তাহাকে পূরণ বলে। যে অঙ্ক দ্বারা সেই পুরণের বোধ হয়, তাহাকে পূরণবাচক বলে। যদি দুষ্ট রেখা । । লিখা যায়, তবে শেষেরটিকে দ্বিতীয়, অর্থাৎ দুই সংখ্যার পূরণ, বলিতে হইবেক, আর আগেরটিকে প্রথম ; কারণ, শেষের রেখাটি না লিখিলে, দুই সংখ্যা পূর্ণ হয় না ; আর, আগের রেখাটি না থাকিলে, এক সংখ্যা সম্পন্ন হয় না । এই রূপ, তিন রেখা । । । লিখিলে, শেষেরটিকে তৃতীয় অর্থাৎ তিন সংখ্যার পূরণ বলিতে হইবেক ; কারণ, শেষের রেখাটি না থাকিলে, তিন সংখ্যা পূর্ণ হয় না। চারি রেখা। লিখিলে, শেষেরটিকে চতুর্থ রেখা, পাচ রেখা । । লিখিলে, শেষেরটিকে পঞ্চম রেখা বলা যায় ; কারণ, শেষের দুই রেখা না থাকিলে, চারি ও পাচ সংখ্যা পূর্ণ হয় না । ১, ২, ৩, ৪ ইত্যাদি অঙ্ক যখন পূরণ অর্থে লিখিত হয়, তখন ঐ ঐ অঙ্কের শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ইত্যাদি পূরণবাচক শব্দের শেষ অক্ষরের যোগ করিয়া দেওয়া উচিত ; তাহা হইলে, অর্থবোধের কোনও ব্যতিক্রম ঘটে না ; যেমন, ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ইত্যাদি। এইরূপ, অঙ্কের শেষে ম প্রভৃতি অক্ষর যোজিত থাকিলে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বুঝাইবেক । ঐ ঐ অক্ষরের যোগ না থাকিলে, এক, দুই, তিন, চারি ;