পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোধোদয়—ধাতু ›ግግ অন্য অন্য বস্তু অপেক্ষ, ধাতুর ভার অধিক। অধিকাংশ ধাতু কঠিন, ঘা মারিলে সহসা ভাঙ্গে না । ধাতু আগুনে গলান যায়। প্রায় সকল ধাতুকে পিটিয়া, অতি পাতল সরু তার প্রস্তুত করা যাইতে পারে। কোনও কোনও ধাতু এমন ভারসহ যে, সরু তারে ভারী বস্তু ঝুলাইলেও ছিড়িয়া পড়ে না । ধাতু আকরে পাওয়া যায়। আকরে বিশুদ্ধ ও বিমিশ্র দুই প্রকার ধাতু থাকে। ধাতু যখন স্বভাবতঃ নির্দোষ হয়, তখন উহাকে বিশুদ্ধ বলা যায় ; আর যখন অন্য অন্য বস্তুর সহিত মিশ্রিত থাকে, তখন উহাকে বিমিশ্র বলে । স্বর্ণ, রৌপ্য, পারদ, সীস, তাম্র, লৌহ, রঙ্গ, দস্তা, এই আটটি প্রধান ধাতু। স্বর্ণ গলাইলে স্বর্ণের ভার কমিয়া যায় না ও ব্যত্যয় হয় না ; এজন্য স্বর্ণকে উৎকৃষ্ট ধাতু বলে । স্বর্ণ জল অপেক্ষ। উনিশ গুণ ভারী। সর্ষপ প্রমাণ স্বণকে পিটিয়া দৈর্ঘ্যে ও প্রস্থে নয় অঙ্গুল পাত প্রস্তুত করা যাইতে পারে ; এবং ঐ পরিমাণের স্বৰ্ণে ২৩৫ হাত তার প্রস্তুত হইতে পারে। স্বর্ণ এমন ভারসহ যে, এক যবোদরের মত স্কুল তারে ৫ মণ ৩৪ সের ভার ঝুলাইলেও ছিড়িয়া পড়ে না । স্বর্ণ স্বভাবতঃ অতিশয় উজ্জল, দেখিতে অতি সুন্দর, মলিন হয় না ; এজন্য লোকে উহাতে অলঙ্কার গড়ায়। স্বর্ণের মূল্য প্রায় সকল ধাতু অপেক্ষ অধিক। এ দেশে স্বর্ণে যে মুদ্র প্রস্তুত হয়, তাহাকে মোহর বলে । ইংলণ্ডে সচরাচর যে স্বর্ণমুদ্রা ব্যবহৃত হইয়। থাকে, তাহার নাম সভরিন ; ইহাকেই এদেশের লোকে গিনি বলিয়া থাকে। বিশুদ্ধ স্বর্ণের বর্ণ কাচা হরিদ্রার মত । বিশুদ্ধ স্বর্ণ অপেক্ষাকৃত নরম ; এজন্য সচরাচর উহাতে ব্যবহারোপযোগী কোনও দ্রব্য প্রস্তুত হয় না। ব্যবহারোপযোগী করিতে হইলে, উহার সহিত অল্প তাম ও রূপা মিশ্রিত করিয়া দৃঢ় করিয়া লইতে হয় । এইরূপ তামা ও রূপা মিশ্রিত করাকে খাদ দেওয়া বলে । পৃথিবীর প্রায় সকল প্রদেশেই স্বর্ণের আকর আছে ; কিন্তু কালিফৰ্ণিয়া, অষ্ট্রেলিয়। ও যুরাল পৰ্ব্বতেই অধিক । রৌপ্য রৌপ্য, জল অপেক্ষা প্রায় এগার গুণ ভারী। রৌপ্য শুক্ল ও উজ্জল। স্বর্ণে যেরূপ পাতলা পাত ও সরু তার হয়, ইহাতেও প্রায় সেইরূপ হইতে পারে। রৌপ্য এমন ২৩