পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԳԵ- বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ভারসহ যে, এক যবোদরের মত স্থল তারে ৪ মণ ১১ সের ভার বুলাইলেও ছিড়িয়া পড়ে না । পৃথিবীর প্রায় সকল প্রদেশেই রৌপ্যের আকর আছে ; কিন্তু আমেরিকা দেশে সৰ্ব্বাপেক্ষা অধিক । রূপাতে টাকা, আধুলি, সিকি, হুয়ানি নিৰ্ম্মিত হয়। রূপাতে নানাবিধ অলঙ্কার গড়ায়, এবং ঘট বাট প্রভৃতিও নিৰ্ম্মিত হইয়া থাকে। পারদ পারদ, রৌপ্যের হায় শুভ্র ও উজ্জল। এই ধাতু জল অপেক্ষ প্রায় চৌদ্দগুণ ভারী । ইহা আর আর ধাতুর মত কঠিন নহে ; জলের ন্যায় তরল ; যাবতীয় তরল দ্রব্য অপেক্ষী অধিক ভারী ; সৰ্ব্বদা দ্রব অবস্থায় থাকে ; কিন্তু মেরুসন্নিহিত দেশে লইয়া গেলে জমিয়া যায়। তখন অন্য অন্য ধাতুর ন্যায়, ইহাতেও সরু তার ও পাতলা পাত প্রস্তুত হইতে পারে ; এবং ঘা মারিলে ইহা সহসা ভাঙ্গিয়া যায় না। স্পর্শ করিলে, পারদ স্বভাবতঃ সমস্ত তরল দ্রব্য অপেক্ষা শীতল বোধ হয় ; কিন্তু অগ্নির উত্তাপ দিলে, সহজেই উষ্ণ হইয় উঠে । পারদকে অনায়াসেই অংসখ্য খণ্ডে বিভক্ত করা যাইতে পারে। ঐ সকল খণ্ড গোলাকার হয়। ভারতবর্ষ, চীন, তিববৎ, সিংহল, জাপান, স্পেন, অষ্ট্রিয়, বাভেরিয়া, পেরু, মেক্সিকো, এই সকল দেশে পারদের আকর আছে । সীস সীস, স্বর্ণ, রৌপ্য প্রভৃতি ধাতু অপেক্ষ নরম ; জল অপেক্ষ। এগারগুণ ভারী। সীসের ভার, রৌপ্য অপেক্ষা কিঞ্চিৎ অধিক । ইহা অল্প উত্তাপে গলে ; অত্যন্ত অধিক উত্তাপ দিলে উড়িয়া যায়। জল বা অনাবৃত স্থলে ফেলিয়া রাখিলে, সাঁসের অধিক ] ভাবপরিবর্ত হয় না, উপরের উজ্জলতা মাত্র নষ্ট হইয়া যায় । ইংলণ্ড, স্কটলণ্ড, আয়লণ্ড, জৰ্ম্মনি, ফ্রান্স ও আমেরিকা, এই সকল দেশে অপৰ্য্যাপ্ত সীস পাওয়া যায়। হিমালয় পৰ্ব্বতে ও তিববৎ দেশেও, সীসের অকের অাছে। সীস কাগজের উপর টানিলে, ধূসর বর্ণ রেখা পড়ে। সসেতে পেন্সিল প্রস্তুত হয়। অধিকাংশ সসেতে গোলা ও গুলি নিৰ্ম্মিত হইয়া থাকে । কিছু শক্ত ও উত্তম রূপে