পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোধোদয়—হীরক Σb-Σ টাকশালের লোকেরা হস্ত দ্বারা মুদ্রা প্রস্তুত করে না । মুদ্র প্রস্তুত করিবার নিমিত্ত, তথায় নানাবিধ কল আছে। টাকার উপর যে মুখ ও যে সকল অক্ষর মুদ্রিত থাকে, তাহ ঐ কলে প্রস্তুত হয়। ঐ মুখ ও ঐ অক্ষর, হস্ত দ্বারা নিৰ্ম্মিত হইলে, তত পরিষ্কৃত হইত না । কোন রাজার অধিকারে, কোন বৎসরে, ঐ মুদ্রা প্রথম প্রস্তুত ও প্রচলিত হইল, এবং ঐ মুদ্রার মূল্য কত, ঐ সকল অক্ষরে এই সমুদয় লিখিত থাকে। আর, ঐ মুখও রাজার মুখের প্রতিকৃতি । সকল দেশেই নানাবিধ মুদ্র প্রচলিত আছে। আমাদের দেশে যে সকল মুদ্র। প্রচলিত, তন্মধ্যে পয়সা তাম্রনিৰ্ম্মিত ; দুআনি, সিকি, আধুলি, টাকা রৌপ্যনিৰ্ম্মিত । আর, ঐরূপ সিকি, আধুলি, টাকা স্বর্ণনিৰ্ম্মিতও আছে। স্বর্ণনিৰ্ম্মিত টাকাকে স্ববর্ণ ও মোহর বলে । [ ৪ পয়সায় ১ আনা ; ৮ পয়সায় ১ জুআনি ; 8 অানায় ১ সিকি ; ৮ অীনায় ১ আধুলি ; ১৬ অণনায় ১ টাকা । সিকি, পয়সা অপেক্ষ অনেক ছোট, কিন্তু এক সিকির মূল্য ১৬ পয়সা ; ইহার কারণ এই যে, রৌপ্য তাম্র অপেক্ষ দুষ্প্রাপ্য ; এজন্য রৌপ্যের মূল্য তাম্র অপেক্ষা এত অধিক। স্বর্ণ সৰ্ব্বাপেক্ষ দুষ্প্রাপ্য ; এজন্য স্বণের মূল্য সৰ্ব্বাপেক্ষ অধিক। পূর্বে এক মোহরের মূল্য ১৬ টাকা অথবা ১০২৪ পয়সা ছিল ; কিন্তু এক্ষণে উহার মূল্য তদপেক্ষা অনেক অধিক হইয়াছে। যদি রৌপ্য ও স্বর্ণের মুদ্রা এত দুষ্প্রাপ্য ন হইত, সকলে অনায়াসে পাইতে পারিত, তাহা হইলে মুদ্রার এত গৌরব হইত না । দুষ্প্রাপ্য হওয়াতেই উহার এত মূল্য ও এত গৌরব হইয়াছে। হীরক যত প্রকার উৎকৃষ্ট প্রস্তর আছে, হীরকের জ্যোতি সৰ্ব্বাপেক্ষ অধিক। হীরক আকরে জন্মে। পৃথিবীর সকল প্রদেশে হীরকের আকর নাই। ভারতবর্ষের দাক্ষিণাত্য প্রদেশে গোলকুণ্ড প্রভূতি কতিপয় স্থানে, দক্ষিণ আমেরিকার অন্তঃপাতী ব্রেজীল রাজ্যে,