পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুরূহ শব্দের অর্থ অণুবীক্ষণ–চক্ষুর অগোচর অতি ক্ষুদ্র বস্তু সকল যে যন্ত্র দ্বারা দেখিতে পাওয়া যায় । অভিজ্ঞতা—অনেক দেখিয়া শুনিয়া যে জ্ঞান জন্মে । অশ্লীল—কুৎসিত, ঘৃণাকর, লজ্জাজনক । কপিশ—মেটিয়া । কলাই—কোনও ধাতু গলাইয়া অন্য কোনও ধাতুনিৰ্ম্মিত পাত্র প্রভৃতিতে মাথাইয। দেওয়া। সাধারণতঃ রঙ্গ ও দস্তা গলাইয়। কলাই করা হইয়া থাকে । ধূমল—বেগুনিয়া । ধূসর–পাণ্ডটিয়া । নীলকাস্ত—নীলবর্ণেব মণি । পটহ—ঢাক । পাটল—পাটকিলে । পদ্মরাগ—লোকিতবর্ণেব মণি । f পিঙ্গল—পীতের আভাযুক্ত গাঢ় নীল । প্রস্রবণ—নিঝর, ঝরণা, পৰ্ব্বতের উপরিভাগ হইতে যে জল নিম্নে পতিত হয়। মরকত—হরিতবর্ণের মণি । মহণ—যাহার উপরিভাগ এমন সমান যে, স্পর্শ করিলে কোনও মতে উচ্চনীচ বোধ হয় না। মস্তিষ্ক—মস্তকের ভিতর স্বতের মত যে কোমল বস্তু থাকে ; ইদানীন্তন যুরোপীয় পণ্ডিতের মস্তিষ্ককে মন ও বুদ্ধির স্থান বলেন। মেরু—পৃথিবীব উত্তর ও দক্ষিণ প্রান্তদ্বয়। এই দুই স্থান অত্যন্ত হিমপ্রধান ; এজন্য তথায় দ্রব দ্রব্য জমিয়া যায়। লোহিত—লাল । ভায়লেট--ঈষৎ লালের আভাযুক্ত গাঢ় নীল । दिनिभग्न-दशल । বিনিয়োগ—প্রয়োগ, কোনও বিষয়ে নিয়োজিতকরণ। সাল ও হিজিরা—হিজিরার ৯৬৩ অব্দে সম্রাট আকবর ঐ শাককে ইলাহী নামে প্রবর্তিত করেন। হিজিরার বৎসর চান্দ্রমাস অনুসারে পরিগণিত, ইলাহীর বৎসর সৌরমাস অনুসারে পরিগণিত। চান্দ্রমাস অনুসারে পরিগণিত বৎসর ৩৪৪ দিন, ২১ দও, ৩৫ পলে, আর সৌরমাস অনুসারে পরিগণিত বৎসর ৩৬৫ দিন, ১৫ দণ্ড, ৩২ পলে হয়। ইলাহী প্রবর্তনের সময় হইতে চান্দ্রমাসের