পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃত ব্যাকরণের উপক্ৰমণিকা—সদ্ধি প্রকরণ Sovరి ৩০। যদি অ আ ই এ পরে থাকে, তাহা হইলে উকার স্থানে ব হয় ; ব পূর্ব বর্ণে যুক্ত হয়। যথা, অমু—অর্থ, অস্বর্থ ; সু—আগতম, স্বাগতম ; অমু—ইতঃ, আম্বিত: ; অনু—এষণম, অন্বেষণম্। ৩১। যদি অকার কিম্বা আকার পরে থাকে, তাহা হইলে ঋকার স্থানে র হয় ; র পূর্ব বর্ণে যুক্ত হয়। যথা, পিতৃ—অনুমতি:, পিত্রনুমতি: ; পিতৃ—আলয়, পিত্ৰালয়ঃ। ৩২। যদি অ আ ই ঈ উ এ পরে থাকে, তাহা হইলে ঔকার স্থানে আব, হয় । যথা, রবেী—অস্তমিতে, রবাবস্তমিতে ; গুরেী—আগতে, গুরাবাগতে ; গতেী—ইমেী, গতাবিমেী ; তেী—ঈশ্বরে, তাবীশ্বরে ; বিধেী—উদিতে, বিধাবুদিতে ; প্রস্থিতে—এতে, প্রস্থিতাবেতে । ৩৩। যদি একার কিম্বা ওকারের পর আকার থাকে তাহার লোপ হয়। যথা, প্রভো—অনুগৃহাণ, প্রভোহমুগৃহাণ ; সখে—অবধেহি, সখেহবধেহি। হল সন্ধি ৩৪। যদি চ পরে থাকে, তাহা হইলে ত স্থানে চ হয় ; আর যদি জ পরে থাকে, তাহা হইলে ত স্থানে জ হয়। যথা, উৎ—চারণম্, উচ্চারণম্ ; সৎ—চিদানন্দ, সচ্চিদানন্দ: ; সৎ—জন, সজ্জনঃ ; তৎ—জন্যম, তজ্জন্যম । ৩৫। যদি ল পরে থাকে, তাহা হইলে ত এবং ন স্থানে ল হয়। যথা, এতৎ— লিখিতম, এতল্লিখিতম্ ; বলবান—লোক, বলবাল্লোকঃ । ৩৬। যদি হল বর্ণ পরে থাকে, তাহা হইলে পদের অন্তস্থিত ম্ অনুস্বার হয়। যথা বনম্—গচ্ছ, বনংগচ্ছ ; ধনমূ-গৃহাণ, ধনংগৃহাণ । ৩৭। যদি স্বরবর্ণ পরে থাকে, তাহা হইলে পদের অন্তেস্থিত নকারে দ্বিত্ব হয়। যথা, হসন—আগতঃ, হসন্নাগতঃ ; পশুনে-এতি, পশুন্নেতি। কিন্তু যদি ঐ ন দীর্ঘ স্বরের পর থাকে, তাহা হইলে দ্বিত্ব হয় না । যথা, মহান্‌—আগ্রহ, মহানাগ্রহ ; গুরূন—অৰ্চয়, গুরূনৰ্চয় । ৩৮। যদি স্বরবর্ণের পর ছ থাকে, তাহা হইলে ঐ ছ চ্ছ হয়। যথা, গৃহ—ছিদ্রম, গৃহচ্ছিন্দ্রম্ ; বৃক্ষ—ছায়া, বৃক্ষচ্ছায়া । ৩৯। যদি তকারের পর তালব্য শ থাকে, তাহা হইলে ত স্থানে চ ও শ স্থানে ছ হয়। যথা, উৎ—শলিতম, উচ্ছলিতম্ ; এতৎ—শয়নম, এতচ্ছয়নম্।