পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা—সুবস্তপ্রকরণ 는 이 《: ৪৯। যদি স্বর বর্ণ ও হব পরে থাকে, তাহ হইলে আকারের পরস্থিত বিসর্গের লোপ হয়। যথা, দ্বিজাঃ—আগতাঃ, দ্বিজা আগতা: ; দ্বিজাঃ—গতাঃ, দ্বিজ গতাঃ । ৫০ । যদি আকার ভিন্ন স্বর ও হল বর্ণ পরে থাকে, তাহ হইলে সঃ এযঃ এই দুয়ের বিসর্গের লোপ হয়। যথা, সু-আগতঃ, স আগত; ; এষঃ—মানুষ, এষ মানুষ । ৫১। যদি স্বর বর্ণ অথবা হব পরে থাকে, তাহ হইলে ভোঃ এই পদের বিসর্গের লোপ হয়। যথা, ভোঃ—ঈশান, ভো ঈশান ; ভোঃ—ব্রাহ্মণ, ভে ব্রাহ্মণ ; ভোঃ—মিত্র, ভো মিত্র । ৫২। যদি স্বর বর্ণ অথবা হব পরে থাকে, তাহা হইলে ই ঈ উ উ এ ঐ ও ঔ এই কয়েক বর্ণের পরস্থিত বিসর্গ স্থানে র হয় ; র পর বর্ণে যুক্ত হয়। যথা, গতি:—ইয়ম, গতিরিয়ম ; শ্ৰীঃ–এষা, শ্ৰীরেষা ; পিতুঃ–বাক্যম, পিতুৰ্বাক্যম্ ; বধূ –ইয়ম, বধুরিয়ম্ ; কবে?—বাণী, কবেববাণী ; পরৈঃ—বিবাদ:, পরৈবিববাদ: ; প্রভোঃ—আজ্ঞ, প্রভোরাজ্ঞী ; গেীঃ—অয়ম, গৌরয়ম্। ৫৩। যদি স্বর বর্ণ অথবা হব পরে থাকে, তাহ হইলে প্রাতঃ ভ্রাতঃ মাতঃ পিতঃ ইত্যাদি কতকগুলির বিসর্গ স্থানে র হয়। যথা, প্রাতঃ–এব, প্রতিরেব ; ভ্রাতঃ–আগচ্ছ, ভ্রাতরাগচ্ছ ; মাতঃ–দেহি, মাতর্দেহি ; পিতঃ—গৃহাণ, পিতগু হাণ। সুবন্তপ্রকরণ ৫৪। প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠ, সপ্তমী এই সাত বিভক্তি । শব্দের উত্তর এই সাত বিভক্তি হয়। এই বিভক্তি যুক্ত হইলে শব্দকে স্ববন্ত ও পদ বলা যায় । ৫৫। এক এক বিভক্তির তিন তিন বচন, একবচন, দ্বিবচন, বহুবচন । শব্দে একবচনের বিভক্তি যোগ করিলে একটা বস্তু বুঝায় ; দ্বিবচনের বিভক্তি যোগ করিলে ছটা বস্তু বুঝায় ; বহুবচনের বিভক্তি যোগ করিলে অনেক বস্তু বুঝায়। যেমন, ঘটশদের প্রথমার একবচনে ঘটঃ, দ্বিবচনে ঘটে, বহুবচনে ঘটাঃ । ঘটঃ বলিলে একটা ঘট বুঝায় ; ঘটে বলিলে দুটা ঘট বুঝায় ; ঘটাঃ বলিলে অনেক ঘট বুঝায়। বহুবচনে তিন অবধি পরাদ্ধপর্য্যন্ত সকল সংখ্যাই বুঝায়।