পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা—কারক ২৩৫ পঞ্চন শব্দ–বহুবচনাস্ত C2 지 পঞ্চ দ্বিতীয়। পঞ্চ তৃতীয়া পঞ্চভিঃ চতুর্থী পঞ্চভ্যঃ পঞ্চমী পঞ্চভ্যঃ शष्ठी পঞ্চানাম সপ্তমী পঞ্চস্থ সপ্তন, নবন, দশন প্রভূতি সমুদায় নকারাস্ত সংখ্যাবাচক শব্দ পঞ্চন শব্দের তুল্য অব্যয় শব্দ কতকগুলি শব্দ এরূপ আছে যে তাহীদের উত্তর বিভক্তি থাকে না । সুতরাং যেমন শব্দ তেমনই থাকে কোন পরিবর্ত হয় না। এই সকল শব্দকে অব্যয় বলে । যথা, প্রাতঃ, উচ্চৈঃ, ধিক্ । প্র, পরা, অপ, সম্, নি, অব, অমু, নির, ছুর, বি, অধি, স্থ, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। যদি ক্রিয়ার সহিত যোগ হয় তাহ। হইলে প্র অবধি আ পর্য্যন্ত কুড়িটা অব্যয়কে উপসর্গ বলা যায়। কারক কারক ছয় প্রকার ; কৰ্ত্তা, কৰ্ম্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ । কর্তা যে করে সে কৰ্ত্তা ; কৰ্ত্তায় প্রথম বিভক্তি হয় । যথা, দেবদত্তো গচ্ছতি, দেবদত্ত গমন করিতেছে। বালকে রোদিতি, বালক রোদন করিতেছে । মৃগো ধাবতি, মৃগ দৌড়িতেছে ; মৃগে ধাবতঃ, দুই মৃগ দৌড়িতেছে ; মৃগাঃ ধাবস্তি, অনেক মৃগ দৌড়িতেছে।