পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 * বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা আমি যাইতেছি ; গচ্ছবিঃ, আমরা দুজন যাইতেছি ; গচ্ছামঃ, আমরা অনেকে যাইতেছি। গমিষ্যতি, এক জন যাইবে ; গমিষ্যতঃ, দুজন যাইবে ; গমিষ্যন্তি, অনেক জন যাইবে । প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, ও উত্তম পুরুষে ধাতুর উত্তর ভিন্ন ভিন্ন বিভক্তি হয় ; সুতরাং ক্রিয়াবাচক পদ সকলের রূপ ভিন্ন ভিন্ন। যুম্মদ শব্দে মধ্যম পুরুষ বুঝায় ; অম্মদ শব্দে উত্তম পুরুষ ; তদ্ভিন্ন সমুদায় প্রথম পুরুষ। যথা, ত্বং গচ্ছসি, তুমি যাইতেছ। অহং গচ্ছামি, আমি যাইতেছি। রাজা গচ্ছতি, রাজ যাইতেছেন। শিশু গচ্ছতি, শিশু যাইতেছে। অশ্বে গচ্ছতি, অশ্ব যাইতেছে। ধাতু অনেক। তন্মধ্যে কোন কোন ধাতুর উত্তর নব্বইট বিভক্তি হয় ; কোন কোন ধাতুর উত্তর এক শত আশী। সুতরাং সকল ধাতুর সকল বিভক্তিতে উদাহরণ দেখাইতে গেলে অনেক বাহুল্য হয়। অতএব স্থল জ্ঞানার্থে কোন কোন ধাতুর কোন কোন বিভক্তিতে উদাহরণ দেখান যাইতেছে। জিধাতু বর্তমান কাল পুরুষ একবচন দ্বিবচন বহুবচন 2 জয়তি জয়তঃ জয়ন্তি মধ্যম জয়সি জয়থ: জয়থ উত্তম জয়ামি জয়াবঃ জয়ামঃ অতীত কাল প্রথম অজয়ৎ অজয়তাম্ অজয়ন্‌ মধ্যম অজয়ঃ অজয়তম্ অজয়ত উত্তম অজয়ম্। অজয়াব অজয়াম ভবিষ্যৎ কাল প্রথম জেষ্যতি জেষ্যতঃ জেষ্যন্তি মধ্যম জেষ্যসি জেষ্যথ: জেষ্যথ উত্তম জেষ্যামি জেষ্যাবঃ জেষ্যামঃ