পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S(:8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা যদি বিশেষণ ও বিশেষ স্ত্রীলিঙ্গ হয়, তাহা হইলে বিশেষণ শব্দ পুংলিঙ্গের মত হইয়া যায় ; অর্থাৎ আকার ঈকার প্রভৃতি স্ত্রীলিঙ্গের যে চিহ্ন তাহ থাকে না । যথা, দীর্ঘ। যষ্টি, দীর্ঘযষ্টি । জীর্ণ তরিৎ, জীর্ণতরিঃ । সতী প্রবৃত্তিঃ, সৎপ্রবৃত্তিঃ । তৎপুরুষ যেখানে পূৰ্ব্বপদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠ, সপ্তমী ইহার মধ্যে কোন বিভক্তি যুক্ত হয়, আর পর পদ প্রথম বিভক্তিযুক্ত, তাহাকে তৎপুরুষ সমাস কহে । যথা, গৃহং গতঃ, গৃহগতঃ । লোভেন জিতঃ, লোভজিতঃ । ধনায় লোভ, ধনলোভ: | সপাৎ ভয়ম, সৰ্পভয়ম । বৃক্ষস্য শাখা, বৃক্ষশাখা । পুরুষেষু উত্তম, পুরুষোত্তম । छ्न्छु পরস্পর বিশেষ বিশেষণ নয় এরূপ প্রথম বিভক্তি যুক্ত দুই অথবা বহু পদের যে সমাস তাহার নাম দ্বন্দ্ব। যদি দুই পদে দ্বন্দ্ব সমাস হয়, তাহা হইলে শেষের পদ দ্বিবচনাস্ত হয়। আর বহু পদে দ্বন্দ্ব হইলে শেষের পদ বহুবচনান্ত হয়। শেষের শব্দের যে লিঙ্গ দ্বন্দ্ব সমাস করিলে সেই লিঙ্গ থাকে। যথা, রামঃ লক্ষ্মণঃ, রামলক্ষ্মণে । ভীমঃ অৰ্জ্জুন, ভীমাৰ্জ্জুনে। নদী পৰ্ব্বতঃ, নদীপৰ্ব্বতে । ফলং পুষ্পং, ফলপুষ্পে । কন্দঃ মূলং ফলং, কন্দমূলফলানি । রূপং রসঃ গন্ধঃ স্পর্শ; শব্দঃ, রূপরসগন্ধস্পর্শশাদাঃ । ইহার নাম ইতরেতর দ্বন্দ্ব । কখন কখন দ্বন্দ্ব সমাস করিলে শেষের শব্দ, যে লিঙ্গের হউক না কেন, ক্লীবলিঙ্গ ও একবচনান্ত হইয়া যায়। ইহাকে সমাহার দ্বন্দ্ব কহে। যথা, হংসঃ কোকিলঃ, হংসকোকিলম্। পাণী পাদে, পাণিপাদম । বহুব্রীহি যে কয়েক পদে সমাস করা যায় সেই কয়েক পদের যে অর্থ, তাহা না বুঝাইয়া অন্য বস্তু বা ব্যক্তি যেখানে বুঝায়, তাহাকে বহুব্রীহি সমাস কহে । সমাস কালে বহুব্রীহিতে যদ শব্দের এক পদ থাকে। যথা, দীঘে বাহু যস্ত, দীর্ঘবাহুঃ । এই স্থলে দীর্ঘ দুই বাহু না বুঝাইয়। দীর্ঘবাহু বিশিষ্ট ব্যক্তি বুঝাইল । নিৰ্ম্মলং জলং যস্তা, নিৰ্ম্মলজল নদী। নিৰ্ম্মল জল না বুঝাইয়া নিৰ্ম্মল জল বিশিষ্ট নদী বুঝাইল ।