পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԳՏ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ১৭ পাঠ নবীন কাল তুমি, বাড়ী যাইবার সময়, পথে ভুবনকে গালি দিয়াছিলে। তুমি ছেলে মানুষ, জান না, কাহাকেও গালি দেওয়া ভাল নয়। আর যদি তুমি কাহাকেও গালি দাও, আমি সকলকে বলিয়া দিব, কেহ তোমার সহিত কথা কহিবে না। ১৮ পাঠ গিরিশ, কাল তুমি পড়িতে এস নাই কেন । শুনিলাম, কোনও কাজ ছিল না, মিছামিছি কামাই করিয়াছ ; সারা দিন খেলা করিয়াছ ; রোদে দৌড়াদৌড়ি করিয়াছ ; বাড়ীতে অনেক উৎপাত করিয়াছ । আজ তোমাকে কিছু বলিলাম না। দেখিও, আর যেন কখনও এরূপ না হয় । ১৯ পাঠ গোপাল বড় সুবোধ । তার বাপ মা যখন যা বলেন, সে তাই করে । যা পায় তাই খায়, যা পায় তাই পরে, ভাল খাব, ভাল পরিব বলিয়া উৎপাত করে না । গোপাল আপনার ছোট ভাই ভগিনী গুলিকে বড় ভাল বাসে। সে কখনও তাদের সহিত ঝগড়া করে না, তাদের গায় হাত তুলে না । এ কারণে, তার পিতা মাতা তাকে অতিশয় ভাল বাসেন । গোপাল যখন পড়িতে যায়, পথে খেলা করে না ; সকলের আগে পাঠশালায় যায় ; পাঠশালায় গিয়া, আপনার জায়গায় বসে ; আপনার জায়গায় বসিয়া, বই খুলিয়া পড়িতে থাকে ; যখন গুরু মহাশয় নূতন পড়া দেন, মন দিয়া শুনে । খেলিবার ছুটী হইলে, যখন সকল বালক খেলিতে থাকে, গোপালও খেলা করে। আর আর বালকের, খেলিবার সময়, ঝগড়া করে, মারামারি করে। গোপাল তেমন নয় । সে এক দিনও, কাহারও সহিত, ঝগড়া বা মারামারি করে না। পাঠশালার ছুটী হইলে, বাড়ী গিয়া, গোপাল পড়িবার বইখানি আগে ভাল জায়গায় রাখিয়া দেয় ; পরে, কাপড় ছাড়িয়া, হাত পা মুখ ধোয়। গোপালের মা যা