পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণপরিচয়—দ্বিতীয় ভাগ २brS ঘ র ভ্র শীঘ্র, ভ্রাণ, আভ্রাণ । জ র জ বজ্র, বজ্রপাত, বজ্রাঘাত । ত র ত্ৰ গাত্র, মিত্র, ত্রাস, কৃত্রিম । দ র দ্র রৌদ্র, নিদ্রা, হরিদ্রা, মুদ্রিত। ( গৃধ্র, প্রিয়মাণ । প র প্র প্রণয়, প্রাণ, প্রীতি, প্রেরণ । ভ র ভ্ৰ শুভ্র, ভ্রমণ, ভ্রাতা, ভ্রুকুটি । ম র স্ত্র আমি, তাম্র, নম্র, সম্রাট । ব র ব্র ব্রণ, ব্রত, ব্রীড়া । শ র শ্র শ্রম, বিশ্রাম, আশ্রিত, শ্রীমান স র স্ৰ সহস্ৰ, সংস্রব, স্ৰাব, স্রোত । হ র হ্র হ্রদ, হ্রাস, হ্ৰিয়মান । দ্বিতীয় পাঠ ১। শ্রম না করিলে, লেখা পড়া হয় না । যে বালক শ্রম করে, সেই লেখা পড়৷ শিখিতে পারে । শ্রম কর, তুমিও লেখা পড়া শিখিতে পরিবে । ২ । পরের দ্রব্যে হাত দিও না । না বলিয়া, পরের দ্রব্য লইলে, চুরি করা হয়। চুরি করা বড় দোষ । যে চুরি করে, চোর বলিয়, তাহাকে সকলে ঘৃণা করে। চোরকে কেহ কখনও প্রত্যয় করে না । ৩ । যে বালক প্রত্যহ মন দিয়া লেখা পড়া শিখে, সে সকলের প্রিয় হয় । যদি তুমি প্রতিদিন মন দিয়া লেখা পড়া শিখ, সকলে তোমায় ভাল বাসিবে। ৪ । কখনও কাহারও সহিত কলহ করিও না । কলহ করা বড় দোষ । যে সতত সকলের সহিত কলহ করে, তাহার সহিত কাহারও প্রণয় থাকে না । সকলেই তাহার শক্র হয় । ৫ । যখন পড়িতে বসিবে, অন্য দিকে মন দিবে না। অন্য দিকে মন দিলে, শীঘ্র অভ্যাস করিতে পরিবে না। অধিক দিন মনে থাকিবে না। পড়া বলিবার সময়, ভাল বলিতে পরিবে না । טס\