পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণপরিচয়—দ্বিতীয় ভাগ さbr○ স্বভাব, আস্বাদ, তেজস্বী। হ ব হব বিহবল, জিহবা, আহবান । তৃতীয় পাঠ সুশীল বালক ১ । সুশীল বালক পিতা মাতাকে অতিশয় ভালবাসে। র্তাহার। যে উপদেশ দেন, তাহা মনে করিয়া রাখে, কখনও ভুলিয়া যায় না। তাহারা যখন যে কাজ করিতে বলেন, সত্বর তাহা করে, যে কাজ করিতে নিষেধ করেন, কদাচ তাহ করে না । ২ । সে মন দিয়া লেখাপড়া করে, কখনও অবহেলা করে না । সে সতত এই ভাবে, লেখা পড়া না শিখিলে, চিরকাল দুঃখ পাইব । ৩ । সে আপন ভ্রাতা ও ভগিনী দিগকে বড় ভাল বাসে, কদাচ তাহদের সহিত ঝগড়া করে না, তাহাদের গায়ে হাত তুলে না, খাবার দ্রব্য পাইলে, তাহাদিগকে না দিয়া, একাকী খায় না । ৪ । সে কখনও মিথ্যা কথা কয় না । সে জানে, যাহার। মিথ্যা কথা কয়, কেহ তাহাদিগকে ভালবাসে না, কেহ তাহদের কথায় বিশ্বাস করে না, সকলেই তাহাদিগকে ঘৃণা করে । ৫ । সে কখনও অন্যায় কাজ করে না। যদি দৈবাৎ করে, তাহার পিতা মাত৷ ধমকাইলে, রাগ করে না । সে এই মনে করে, অন্যায় কাজ করিয়াছিলাম, এজন্য পিতা মাতা ধমকাইলেন, আর কখনও এমন কাজ করিব না। ৬। সে কখনও কাহাকেও কটু বাক্য বলে না, কুকথা মুখে আনে না, কাহারও সহিত ঝগড়া ও মারামারি করে না, যাহাতে কাহাবও মনে ক্লেশ হয়, কদাচ এমন কাজ করে না । ৭ । সে কখনও পরের দ্রব্যে হাত দেয় না। সে জানে, পরের দ্রব্য লইলে চুরি করা হয়। চুরি করা বড় দোষ, যাহারা চুরি করে, সকলে তাহাদিগকে ঘৃণা করে। ৮ । সে কখনও আলস্যে কাল কাটায় না। যে সময়ের যে কাজ, মন দিয়া তাহ করে। সে লেখা পড়ার সময়, লেখা পড়া না করিয়া, খেলা করিয়৷ বেড়ায় না।