পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণপরিচয়—দ্বিতীয় ভাগ Rbr☾ বাত্ময়, পরাজুখ । কুটুল, কুটুমিত । মৃন্ময়, হিরন্ময় । আত্মজ, তুরাত্মা, আত্মীয় । পদ্ম, ছদ্মবেশ, পদ্মিনী । আধুতি, আধান । জন্ম, উন্মাদ, উন্মলিত । সম্মত, সম্মান, সম্মুখ । গুল্ম, শান্মলী, উলুক। শ্মশান, রশ্মি, কাশ্মীর । উষ্ম, উষ্মাগম । ভস্ম, স্মরণ, অকস্মাৎ, বিস্মৃত জিহ্ম, জিহ্মগ, জিহ্মিত । চতুর্থ পাঠ যদিব যাদব নামে একটি বালক ছিল, তাহার বয়স আট বৎসর। যাদবের পিতা প্রত্যহ তাহাকে বিদ্যালয়ে পাঠাইয়া দিতেন । লেখা পড়ায় যাদবের যত্ব ছিল না । সে এক দিনও বিদ্যালয়ে যাইত না ; পথে পথে খেলা করিয়া বেড়াইত । বিদ্যালয়ের ছুটী হইলে, সকল বালক যখন বাড়ী যায়, যাদবও সেই সময়ে বাড়ী যাইত। তাহার পিতা মাত মনে করিতেন, যাদব বিদ্যালয়ে লেখা পড়া শিখিয়া আসিল । এই রূপে, প্রতিদিন সে বাপ মাকে ফাকি দিত। এক দিন যাদব দেখিল, ভুবন নামে একটা বালক পড়িতে যাইতেছে। তাহাকে কহিল, ভুবন । আজ তুমি পাঠশালায় যাইও না। এস দুজনে মিলিয়া খেলা করি। পাঠশালার ছুটী হইলে, যখন সকলে বাড়ী যাইবে, আমরাও সেই সময়ে বাড়ী যাইব ।