পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণপরিচয়—দ্বিতীয় ভাগ २४१ র জ ৰ্জ নির্জন, দুর্জন, নিজীব । র ঝ বা ঝঝর, নিঝর । র ণ ৰ্ণ কর্ণ, বর্ণ, নির্ণয়, নির্ণীত । র থ থ অর্থ, সার্থক, সমর্থ, অর্থাৎ । র দ দ নির্দয়, চুদৈব, নির্দোষ । র ধ র্ধ নির্ধন, নিধুম, নির্ধে তি। র ন ন হনয়, দুনাম, তুর্নিবার । র প প সর্প, কাপাস, অর্পিত, কপূর র ব ব দুর্বল, নিবোধ । র ভ ভঁ নিৰ্ভয়, নির্ভর, দুর্ভাবনা । র ল ল তুর্লভ, নিলেপ, নিলোভ । র’ শ শ দর্শন, পরামর্শ, দর্শিত । র য র্ষ হর্ষ, বিমর্ষ, বর্ষ, বার্ষিক । র হ বর্ত, গর্হিত । পঞ্চম পাঠ নবীন নবীন নামে একটা বালক ছিল । তাহার বয়ঃক্রম নয় বৎসর। সে খেলা করিতে এত ভাল বাসিত যে, সারা দিন পথে পথে খেলিয়া বেড়াইত, একবারও লেখা পড়ায় মন দিত না । এজন্য সে কিছুই শিখিতে পারিত না । গুরু মহাশয় প্রতিদিন তাহাকে ধমকাইতেন । ধমকের ভয়ে সে আর বিদ্যালয়ে যাইত না । এক দিন, নবীন দেখিল, একটী বালক বিদ্যালয়ে অধ্যয়ন করিতে যাইতেছে, তাহাকে কহিল, অহে ভাই, এস দুজনে খানিক খেলা করি । সে বলিল, আমি পড়িতে যাইতেছি, এখন খেলিতে পারিব না। পড়িবার সময় খেলা করিলে, লেখা পড়া শিখিতে পারিব না । বাবা আমাকে পড়িবার সময় পড়িতে, ও খেলিবার সময় খেলিতে, বলিয়। দিয়াছেন। আমি যে সময়ের যে কাজ, সে সময়ে