পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণপরিচয়—দ্বিতীয় ভাগ ు సె\లి মাধবের দুঃখের সীমা ছিল না । সে খাইতে না পাইয়া, পেটের জ্বালায় ব্যাকুল হইয়া, দ্বারে দ্বারে কাদিয়া বেড়াইত, তথাপি তাহার প্রতি কাহারও স্নেহ বা দয়া হইত না ।

. .

.

মিশ্র সংযোগ—তিন অক্ষরে তীক্ষ, তীক্ষ্ণত। সূক্ষ্ম, যক্ষ্মা, লক্ষ্মা । আকাজক্ষা, সঙ্ক্ষেপ । উজ্জল, উজ্জলতা । পুত্র, ছত্র, ছাত্র । তত্ত্ব, মহত্ত্ব, সাত্ত্বিক । দৌরাত্ম্য, মাহাত্ম্য । মন্ত্র, যন্ত্র, তান্ত্রিক, মন্ত্রী। সান্তন । চন্দ্র, তন্দ্র, ইন্দ্রিয় । বিন্ধ্য, বন্ধ্যা, সন্ধ্যা । সন্ন্যাস, সন্ন্যাসী । সম্প্রতি, সম্প্রদায়, সম্প্রীত । সন্ত্রম, অসন্ত্ৰম । অর্চনা, চর্চা, অচ্চিত । মূছন, মূৰ্ছা, মূচ্ছিত । গজ্জন, উপার্জন, বজ্জিত । কদম, দুদিন, নির্দেশ । অৰ্দ্ধ, অৰ্দ্ধাশন, নিৰ্দ্ধারিত। কৰ্ম্ম, ধৰ্ম্ম, নিৰ্ম্মাণ, নিৰ্ম্মল। কাৰ্য্য, ধৈর্য্য, মৰ্য্যাদা । খৰ্ব্ব, পৰ্ব্বাহ, গৰ্বিবত ।