পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথামাল৷ Woe q এই স্থির করিয়া, ব্যাঘ্ৰ, সত্বর গমনে, মেষশাবকের নিকট উপস্থিত হইয়া কহিল, আরে দুরাত্মন! তোর এত বড় আস্পৰ্দ্ধা যে, আমি জলপান করিতেছি দেখিয়াও, তুই জল ঘোলা করিতেছিস । মেষশাবক, শুনিয়া, ভয়ে কঁাপিতে কঁাপিতে কহিল, সে কি মহাশয় । আমি, কেমন করিয়া, আপনকার পান করিবার জল ঘোলা করিলাম। আমি নীচে জলপান করিতেছি, আপনি উপরে জলপান করিতেছেন। নীচের জল ঘোলা করিলেও, উপরের জল ঘোলা হইতে পারে না। বাঘ কহিল, সে যাহা হউক, তুই, এক বৎসর পূৰ্ব্বে, আমার অনেক নিন্দ করিয়াছিলি ; আজ তোরে তাহার সমুচিত প্রতিফল দিব। মেষশাবক কঁাপিতে কঁাপিতে কহিল, আপনি অন্যায় আজ্ঞা করিতেছেন ; এক বৎসর পূৰ্ব্বে, আমার জন্মই হয় নাই ; সুতরাং, তৎকালে আমি আপনকার নিন্দা করিয়াছি, ইহা কিরূপে সস্তবিতে পারে। বাঘ কহিল, ই সত্য বটে ; সে তুই নহিস, তোর বাপ আমার নিন্দ করিয়াছিল। তুই কর, আর তোর বাপ করুক, একই কথা ; আর আমি তোর কোনও ওজর শুনিতে চাহি না । এই বলিয়া, বাঘ ঐ অসহায়, দুৰ্ব্বল মেষশাবকের প্রাণসংহার করিল। দুরাত্মার ছলের অসদ্ভাব নাই । আমি অপবাধী নহি, বা এরূপ করা অন্যায়, ইহা কহিয়া, প্রবল ব্যক্তির অত্যাচার হইতে পরিত্রাণ

  • ोंGग्नीं शीघ्रं नों |

মাছি ও মধুর কলসী এক দোকানে মধুর কলসী উলটিয়া পড়িয়াছিল। তাহাতে চারি দিকে মধু ছড়াইয়া যায়। মধুর গন্ধ পাইয়া, বাকে বাকে, মাছি আসিয়া সেই মধু খাইতে লাগিল । যতক্ষণ এক ফোটা মধু পড়িয়া রহিল, তাহারা ঐ স্থান হইতে নড়িল না। অধিক ক্ষণ তথায় থাকাতে, ক্রমে ক্রমে, সমুদয় মাছির পা মধুতে জড়াইয়া গেল ; মাছি সকল আর, কোনও মতে, উড়িতে পারিল না ; এবং, আর যে উড়িয়া যাইতে পরিবেক, তাহারও প্রত্যাশা রহিল না। তখন তাহারা, আপনাদিগকে ধিক্কার দিয়া, আক্ষেপ করিয়া, কহিতে লাগিল, আমরা কি নির্বোধ ; ক্ষণিক সুখের জন্তে, প্রাণ হারাইলাম ।