পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুই পথিক ও ভালুক দুই বন্ধুতে মিলিয়। পথে ভ্রমণ করিতেছিল। দৈবযোগে, সেই সময়ে, তথায় এক ভালুক উপস্থিত হইল। বন্ধুদিগের মধ্যে এক ব্যক্তি, ভালুক দেখিয়া, অতিশয় ভয় পাইয়া, নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল ; কিন্তু, বন্ধুর কি দশ ঘটিল, তাহা এক বারও ভাবিল না। দ্বিতীয় ব্যক্তি, আর কোনও উপায় না দেখিয়া, এবং, একাকী ভালুকের সঙ্গে যুদ্ধ করা অসাধ্য ভাবিয়া, মৃতবৎ ভূতলে পড়িয়া রহিল। কারণ, সে পুৰ্ব্বে শুনিয়াছিল, ভালুক মরা মানুষ ছোয় না। ভালুক আসিয়া তাহার নাক, কান, মুখ, চোক, বুক পরীক্ষা করিল, এবং, তাহাকে মৃত নিশ্চয় করিয়া, চলিয়া গেল। ভালুক চলিয়া গেলে পর, প্রথম ব্যক্তি, বৃক্ষ হইতে নামিয়া, বন্ধুর নিকটে গিয়া, জিজ্ঞাসিল, ভাই ! ভালুক তোমায় কি বলিয়া গেল । আমি দেখিলাম, সে, তোমার কানের কাছে, অনেক ক্ষণ, মুখ রাখিয়াছিল। দ্বিতীয় ব্যক্তি কহিল, ভালুক আমায় এই কথা বলিয়া গেল, যে বন্ধু, বিপদের সময়, ফেলিয়৷ পলায়, আর কখনও তাহাকে বিশ্বাস করিও না। সিংহ, গর্দভ ও শৃগালের শিকার এক সিংহ, এক গর্দভ, এক শৃগাল, এই তিনে মিলিয়া শিকার করিতে গিয়াছিল। শিকার সমাপ্ত হইলে পর, তাহার, যথাযোগ্য ভাগ করিয়া লইয়া, ইচ্ছামত আহার করিবার মানস করিল। সিংহ গর্দভকে ভাগ করিতে আজ্ঞা দিল। তদনুসারে, গর্দভ, তিন ভাগ সমান করিয়া, স্বীয় সহচরদিগকে এক এক ভাগ লইতে বলিল । সিংহ, অতিশয় কুপিত হইয়া, নখরপ্রহার দ্বারা, গৰ্দ্দভকে তৎক্ষণাৎ খণ্ড খণ্ড করিয়া ফেলিল । পরে, সিংহ শৃগালকে ভাগ করিতে বলিল। শৃগাল অতি ধূৰ্ত্ত, গর্দভের ন্যায় নিৰ্ব্বোধ নহে। সে, সিংহের অভিপ্রায় বুঝিতে পারিয়া, সিংহের ভাগে সমুদয় রাখিয়া, আপন ভাগে কিঞ্চিৎ মাত্র রাখিল । তখন, সিংহ সন্তুষ্ট হইয়া কহিল, সখে ! কে তোমায় এরূপ ন্যায্য ভাগ করিতে শিখাইল ? শৃগাল কহিল, যখন গর্দভের দশ স্বচক্ষে দেখিলাম, তখন আর অপর শিক্ষার প্রয়োজন কি ।