পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ہی (یا (C\ তা হয়। এই কুঠার আমি পাইয়াছি, আমারই হওয়া উচিত ; আমি তোমাকে ইহার অংশ দিব কেন । সে শুনিয়া নিরস্ত হইল । এই সময়ে, যাহাদের কুঠার হারাইয়াছিল, তাহারা, খুজিতে খুজিতে, সেই স্থানে উপস্থিত হইল, এবং, পথিকের হস্তে কুঠার দেখিয়া, তাহাকে চোর বলিয়া ধরিল। তখন সে স্বীয় সহচরকে কহিল, হায় । আমরা মারা পড়িলাম। তাহার সহচর কহিল, ও কেমন কথা ; এখন, আমরা মারা পড়িলাম, বল কেন, আমি মারা পড়িলাম, বল যাহাকে লাভের অংশ দিতে চাহ নাই, তাহাকে বিপদের অংশভাগী করিতে যাওয়৷ অন্যায়। ঈগল ও দাড়কাক এক পাহাড়ের নিম্ন দেশে, কতকগুলি মেষ চরিতেছিল। এক ঈগল পক্ষী, পাহাড়ের উপর হইতে নামিয়া, ছোঁ মারিয়া, এক মেষশাবক লইয়া, পুনরায় পাহাড়ের উপর উঠিল। ইহা দেখিয়া, এক দাড়কাক ভাবিল, আমিও কেন, ঐরূপ ছে৷ মারিয়া, একটা মেষ অথবা মেষশাবক লই না । ঈগল যদি পারিল, আমি না পারিব কেন ? এই স্থির করিয়া, সে যেমন এক মেষের উপর ছোঁ মারিল, অমনি সেই মেষের লোমে তাহার পায়ের নখর জড়াইয়া গেল । দাড়কাক, এই রূপে বদ্ধ হইয়া, ঝটুপটু ও প্রাণভয়ে কা কা করিতে লাগিল । মেষপালক, আদি অবধি অন্ত পর্য্যন্ত, এই ব্যাপার দেখিয়া, হাসিতে হাসিতে, তথায় উপস্থিত হইল, এবং সেই নির্বেtধ দাড়কাককে ধরিয়া, তাহার পাখা কাটিয়া দিল। পরে সে, সায়ংকালে, ঐ দাড়কাক গৃহে লইয়া গেল। মেষপালকের শিশু সন্তানের। দেখিয়া জিজ্ঞাসা করিল, বাবা ! তুমি আমাদের জন্তে ও কি পাখী আনিয়াছ ? মেষপালক কহিল, যদি তোমরা উহাকে জিজ্ঞাসা কর, ও বলিবেক, আমি ঈগল পক্ষী ; কিন্তু, আমি উহাকে দাড়কাক বলিয়া আনিয়াছি। দুঃখী বৃদ্ধ ও যম এক বৃদ্ধ অতি দুঃখী ছিল । তাহার জীবিক নিৰ্ব্বাহের কোনও উপায় ছিল না। সে, বনে কাঠ কাটিয়া, সেই কাঠ বেচিয়া, অতি কষ্টে দিনপাত করিত। গ্রীষ্ম কালে, এক