পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Ψ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা তৎকালে, দক্ষিণ রাজ্যে ফরাসিদিগের বুসি নামে এক সেনাপতি ছিলেন। তিনি, অনেক দেশ জয় করিয়া, সাতিশয় পরাক্রান্ত হইয়া উঠেন। সিরাজ উদ্দৌলা, ইঙ্গরেজদিগের প্রতি মুখে বন্ধুত্ব দর্শাইতেন ; কিন্তু, ঐ ফরাসি সেনাপতিকে, সৈন্ত সহিত বাঙ্গালায় আসিয়া, ইঙ্গরেজদিগকে আক্রমণ করিবার নিমিত্ত, পত্র দ্বারা বারংবার আহবান করিতেছিলেন। নবাব এ বিষয়ে যে সকল পত্র লিখিয়াছিলেন, তাহার কয়েক খান ক্লাইবের হস্তে আইসে। ইঙ্গরেজের সিরাজ উদ্দৌলাকে খৰ্ব্ব করিয়াছিলেন ; এজন্য, তিনি র্তাহাদের প্রতি অক্রোধ হইতে পারেন নাই। সময়ে সময়ে, তাহার ক্রোধ উদ্বেল হইয়া উঠিত। অর্বাচীন নির্বোধ নবাব, ক্ৰোধোদয় কালে, উন্মত্তপ্রায় হইতেন ; কিন্তু, ক্রোধ নিবৃত্ত হইলে, ইঙ্গরেজদিগের ভয় তাহার অন্তঃকরণে আবিভূত হইত। ওয়াটস নামে এক সাহেব, র্তাহার দরবারে, ইঙ্গরেজদিগের রেসিডেণ্ট ছিলেন । নবাব, এক দিন, শূলে দিব বলিয়া, তাহাকে ভয় দেখাইতেন ; দ্বিতীয় দিন, তাহার নিকট মৰ্য্যাদাসূচক পরিচ্ছদ পুরস্কার পাঠাইতেন ; এক দিন, ক্রোধে অন্ধ হইয়া, ক্লাইবের পত্র ছিড়িয়া ফেলিতেন ; দ্বিতীয় দিন, বিনয় ও দীনতা প্রকাশ করিয়া, তাহাকে পত্র লিখিতেন। ইঙ্গরেজের বুঝিতে পারিলেন, যাবৎ এই দুর্দান্ত বালক বাঙ্গালার সিংহাসনে অধিরূঢ় থাকিবেক, তাবৎ কোনও প্রকারে ভদ্রস্থত। নাই । অতএব, র্তাহারা, কি উপায়ে নিরাপদ হইতে পারেন, মনে মনে এ বিষয়ের আন্দোলন করিতেছেন, এমন সময়ে, দিল্লীর সম্রাটের কোষাধ্যক্ষ পরাক্রান্ত শেঠবংশীয়ের নবাবের সর্বাধিকারী রাজা রায়দুর্লভ, সৈন্তাদিগের ধনাধ্যক্ষ ও সেনাপতি মীর জাফর, এবং উমিচাদ ও খোজা বাজীদ নামক দুই জন ঐশ্বৰ্য্যশালী বণিক, ইত্যাদি কতিপয় প্রধান ব্যক্তি ভুহাদের নিকট এক পত্র প্রেরণ করিলেন । সিরাজ উদ্দৌলা, নিষ্ঠুরতা ও স্বেচ্ছাচারিতা দ্বারা, তাহদের অন্তঃকরণে নিরতিশয় বিরাগোৎপাদন করিয়াছিলেন । বিশেষতঃ, তাহারা আপনাদের ধন, মান, জীবন সৰ্ব্বদা সঙ্কটাপন্ন বোধ করিতেন। পূৰ্ব্ব বৎসর, সকতজঙ্গকে সিংহাসনে নিবেশিত করিবার নিমিত্ত, সকলে একবাক্য হইয়াছিলেন ; কিন্তু তাহাদের সে উদ্যোগ বিফল হইয়া যায়। এক্ষণে র্তাহারা, সিরাজ উদ্দৌলাকে রাজ্যভ্রষ্ট করিবার নিমিত্ত, প্রাণ পৰ্য্যস্ত পণ করিয়া, ইঙ্গরেজদিগের নিকট সাহায্যপ্রার্থনায় গোপনে পত্রপ্রেরণ করেন । ইঙ্গরেজেরা বিবেচনা করিলেন, আমরা সাহায্য না করিলেও, এই রাজবিপ্লব ঘটিবেক ; সাহায্য করিলে, আমাদের অনেক উপকারের সম্ভাবনা আছে । কিন্তু,