পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডুবাল ফ্রান্স দেশের অন্তঃপাতী আৰ্ত্তনি গ্রামে, ডুবালের জন্ম হয়। ডুবালের পিতা অতি দুঃখী ছিলেন, সামান্তরূপ কৃষিকৰ্ম্ম অবলম্বন করিয়া, সংসারযাত্রানির্বাহ করিতেন । ডুবালের দশ বৎসর বয়স, এমন সময়ে, তাহার পিতা মাতার মৃত্যু হইল। ডুবাল অতিশয় দুঃখে পড়িলেন । দুঃখে পড়িয়া, তিনি, এক কৃষকের গৃহে, রাখালি কৰ্ম্মে নিযুক্ত হইলেন। কিন্তু, অল্প দিনের মধ্যেই, কৃষক, সামান্ত দোষে, তাহাকে দূর করিয়া দিল । ডুবাল, নিতান্ত নিরুপায় হইয়া, দেশত্যাগ করিয়া, লোরেনে চলিলেন। পথে র্তাহার বসন্ত রোগ হইল। এক কৃষক তাহাকে আপন বাটীতে লইয়া গেল, এবং, চিকিৎসা করাইয়া, পথ্য দিয়া, তাহার প্রাণরক্ষা করিল। কৃষক, দয়া করিয়া, আপন বাটীতে লইয়। না গেলে, হয় ত, এই রোগেই, ডুবালের মৃত্যু হইত। কিছু দিন পরে, ডুবাল, এক মেষব্যবসায়ীর আলয়ে, রাখাল নিযুক্ত হইলেন । এই সময়ে, এক দিন, তিনি, কোনও বালকের হস্তে, এক খানি পুস্তক দেখিলেন। ঐ পুস্তকে নানাবিধ পশু পক্ষীর ছবি ছিল । এ পর্য্যন্ত, ডুবালের লেখা পড়ার আরম্ভ হয় নাই ; সুতরাং, তিনি ঐ পুস্তক পড়িতে পারিলেন না ; কিন্তু, ইহা বুঝিতে পারিলেন, পুস্তকে যে সকল পশু পক্ষীর ছবি আছে, উহাদের বৃত্তান্ত লিখিত হইয়াছে । ঐ সমস্ত পশু পক্ষীর কথা কিরূপ লেখা আছে, জানিবার নিমিত্ত, র্তাহার অতিশয় ইচ্ছা জন্মিল । তিনি সেই বালককে কহিলেন, ভাই ! এই পুস্তকে, পশু পক্ষীর কথা কিরূপ লেখা আছে, আমায় পড়িয়া শুনাও । সে শুনাইল না ; ডুবাল বারংবার অনুরোধ করিতে লাগিলেন । কিন্তু, সেই দুষ্ট বালক কিছুতেই সম্মত হইল না । ডুবাল অতিশয় দুঃখিত হইলেন ; কিন্তু, মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যে রূপে পারি, লেখা পড়া শিখিব । তিনি, লেখা পড়া শিখিব বলিয়া, প্রতিজ্ঞ করিলেন, বটে ; কিন্তু শিখিবার কোনও সুবিধা দেখিতে পাইলেন না । যে সকল সমবয়স্ক বালক লেখা পড়া জানিত, তাহাদের নিকটে গিয়া, অনেক বিনয় করিয়া, বারংবার প্রার্থনা করিলেন । তাহার, কোনও মতে, র্তাহাকে শিখাইতে সম্মত হইল না। অবশেষে, শিখিবার অন্য 8や