পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এজন্য, ঐ সীল আপনি লইব বলিয়া, এক বারও মনে করিলেন না ; অবিলম্বে আশ্রমে আসিয়া, প্রচার করিয়া দিলেন, আমি এইরূপ একটি সোনার সীল পাইয়াছি ; র্যাহার হারাইয়াছে, তিনি, আমার নিকটে আসিয়া, লইয়। যাইবেন । যে ব্যক্তির সীল হারাইয়াছিল, কয়েক দিন পরে, তিনি উপস্থিত হইলে, ডুবাল তাহাকে সেই সীল দিলেন। ঐ ব্যক্তি, সীল পাইয়া, সন্তুষ্ট হইয়া, ডুবালের পরিচয় লইলেন, তাহার অবস্থা, লেখা পড়া শিখিবার যত্ব, ও কত দূর শিক্ষা হইয়াছে, এই সমস্ত অবগত হইয়া, অতিশয় আহ্নাদিত হইলেন ; এবং, র্তাহাকে বিলক্ষণ পুরস্কার দিয়া, যাইবার সময়, বলিয়া গেলেন, আমি অমুক স্থানে থাকি ; তুমি তথায় গিয়া, মধ্যে মধ্যে, আমার সহিত সাক্ষাৎ করিবে। ডুবাল, যখন যখন, সাক্ষাৎ করিতে যাইতেন, ঐ ব্যক্তি র্তাহাকে এক একটি টাকা দিতেন। ঐ টাকা ডুবাল অন্ত কোনও বিযয়ে খরচ করিতেন না, উহা দ্বারা কেবল পুস্তক কিনিতেন ; আর, ঐ ব্যক্তিও তাহাকে, মধ্যে মধ্যে, পুস্তক দিতেন। এই সুযোগে, তাহার বিস্তর পুস্তক সংগ্রহ, ও বিস্তর পুস্তক পাঠ, করা হইল। যখন ভুবাল তপস্বীদিগের গরু চরাইতে যাইতেন, সে সময়েও, পড়ায় ক্ষান্ত হইতেন ন। তিনি, বনে গরু ছাড়িয়া দিয়া, পড়িতে বসিতেন। পড়িবার সময়, চারি দিকে, পুস্তক ও ভুচিত্র সকল খোলা থাকিত। তিনি পড়ায় এমন মন নিবিষ্ট করিতেন যে, নিকটে লোক দাড়াইলে, অথবা, নিকট দিয়া লোক চলিয়া গেলে, টের পাইতেন না। এক দিবস, ঐ প্রদেশের রাজার পুত্রেরা মৃগয়া করিতে গিয়াছিলেন। র্তাহার, পথহারা হইয়া, ইতস্ততঃ ভ্রমণ করিতে করিতে, ঐ স্থানে উপস্থিত হইলেন ; দেখিলেন, এক দুঃখী রাখাল, গরু ছাড়িয়া দিয়া, ভুচিত্র ও পুস্তকে বেষ্টিত হইয়া, নিবিষ্ট চিত্তে, পাঠ করিতেছে। দেখিয়া, চমৎকৃত হইয়া, রাজকুমারের ডুবালের নিকটে গেলেন ; এবং, তাহার পরিচয় লইয়া, কত দূর শিক্ষণ হইয়াছে, তাহার পরীক্ষা করিলেন। রাখাল হইয়া, কি রূপে, এমন লেখা পড়া শিখিল, ইহা জানিবার নিমিত্ত, তাহার। সাতিশয় ব্যগ্র হইলেন ; এবং, জিজ্ঞাসা করিয়া, সবিশেষ সমুদয় অবগত হইয়া, যেমন বিস্ময়াপন্ন হইলেন, তেমনই অtহলাদিত হইলেন । জ্যেষ্ঠ রাজকুমার, আপনার পরিচয় দিয়া, ডুবালকে কহিলেন, অহে রাখাল । আর তোমার গরু চরাইয়া কাজ নাই ; আমার সঙ্গে চল, আমি তোমায় উত্তম কৰ্ম্মে নিযুক্ত করিব। ডুবাল কোনও কোনও পুস্তকে পড়িয়াছিলেন, যাহারা রাজসংসারে চাকরি করে, তাহারা প্রায় দুশ্চরিত্র হয় ; এ জন্ত কহিলেন, আমি আপনকার সঙ্গে যাইব না ; আমার