পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—ডুবাল ৩৬৫ রাজসংসারে চাকরি করিবার বাঞ্ছা নাই ; যত দিন বাচিব, এই বনে গরু চরাইব, সে আমার ভাল ; আমি এ অবস্থায় বেস সুখে আছি। কিন্তু, আমার, ভাল করিয়া লেখা পড়া শিখিবার, বড় ইচ্ছা আছে ; যদি আপনি, অনুগ্রহ করিয়া, তাহার সুবিধা করিয়া দেন, তাহ হইলে, আমি আপনকার সঙ্গে যাই । রাজকুমার, ডুবালের এই উত্তর শুনিয়া, পূৰ্ব্ব অপেক্ষা অধিক সন্তুষ্ট হইলেন, এবং, ডুবালকে রাজধানীতে লইয়া গিয়া, তাহার বিদ্যাশিক্ষার উত্তম ব্যবস্থা করিয়া দিলেন । ডুবাল, ইতঃপূর্বেই আপন যত্নে ও পরিশ্রমে, অনেক শিক্ষা করিয়াছিলেন ; এক্ষণে, উত্তম উত্তম অধ্যাপকের নিকট রীতিমত উপদেশ পাইয়া, অল্প দিনের মধ্যেই, বিলক্ষণ বিদ্বান হইয়া উঠিলেন। রাজা, ডুবালকে স্বশীল, ও নানা বিদ্যায় নিপুণ দেখিয়া, নিজ পুস্তকালয়ের অধ্যক্ষ, ও পুরাবৃত্তের অধ্যাপক, এই দুই পদে নিযুক্ত করিলেন। তিনি, এমন উত্তম রূপে, পুরাবৃত্তের শিক্ষা দিতে লাগিলেন যে, দেশে বিদেশে, তাহার নাম খ্যাত হইল । এই রূপে, ডুবাল দুই প্রধান পদে নিযুক্ত, ও রাজার অতিশয় প্রিয়পাত্র, হইলেন, এবং, ক্রমে ক্রমে, বিলক্ষণ ধনসঞ্চয় করিলেন । কিন্তু, রাখাল অবস্থায়, তাহার যেরূপ স্বভাব ও চরিত্র ছিল, তাহার কিছু মাত্র বৈলক্ষণ্য ঘটিল না। রাজসংসারে থাকিলে, ও রাজার প্রিয়পাত্র হইলে, মমুষ্যের যে সব দোষ জন্মিয়া থাকে ; ভুবালের তাহার কোনও দোষ জন্মে নাই। হীন অবস্থায় থাকিয়া, ভাল অবস্থা হইলে, অনেকের অহঙ্কার হয় ; কিন্তু, ডুবালের তাহ হয় নাই । তিনি, দুঃখের অবস্থায়, যেমন নম্র, যেমন নিরহস্কার ছিলেন ; সম্পদের অবস্থাতেও, তেমনই নম্র, তেমনই নিরহস্কার ছিলেন । এই সমস্ত গুণ থাকাতে, সকলেই ডুবালকে অতিশয় ভাল বাসিতেন। ডুবালের মৃত্যু হইলে, সকলেই যার পর নাই, দুঃখিত হইয়াছিলেন। যাহারা মনে করে, দুঃখে পড়িলে, লেখা পড়া হয় না, তাহদের, মন দিয়া, ডুবালের বৃত্তান্ত পাঠ করা আবশ্বক। দেখ, ডুবাল অতি দুঃখীর সন্তান, অল্প বয়সে, পিতৃহীন ও মাতৃহীন হন ; পেটের ভাতের জন্তে, কত জায়গায় রাখালি করেন ; তথাপি কেমন লেখা পড়া শিখিয়াছিলেন, এবং, কেমন সম্মান, কেমন সম্পদ প্রাপ্ত হইয়া, শেষ দশায় কেমন সুখে, কেমন সচ্ছন্দে, কালযাপন করিয়া গিয়াছেন । যদি তাহার লেখা পড়ায় অনুরাগ না জম্মিত, এবং যত্ন ও শ্রম করিয়া, না শিখিতেন ; তাহা হইলে, রাখালি করিয়াই, যাবজ্জীবন, দুঃখে কালযাপন করিতে হইত, সন্দেহ নাই ।