পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ Sq তৎকালের কৌন্সিলের মেম্বরের প্রায় সকলেই ভীরুস্বভাব ছিলেন ; এমন গুরুতর বিষয়ে হস্তক্ষেপ করিতে র্তাহাদের সাহস হইল না। এডমিরেল ওয়াটসন সাহেবও বিবেচনা করিয়াছিলেন, যাহারা এ পর্য্যন্ত কেবল সামান্ত্যাকারে বাণিজ্য করিয়া আসিতেছে, তাহাদের পক্ষে দেশাধিপতিকে পদচু্যত করিতে উদ্যত হওয়া অত্যন্ত অসংসাহসের কৰ্ম্ম । কিন্তু ক্লাইব অকুতোভয় ও অত্যন্ত সাহসী ছিলেন ; সঙ্কট পড়িলে, তাহার ভয় না জন্মিয়া, বরং সাহস ও উৎসাহের বৃদ্ধি হইত। তিনি উপস্থিত প্রস্তাবে সম্মত হইতে, কোনও ক্রমে, পরাজুখ হইলেন না । ক্লাইব, এপ্রিল মে দুই মাস, মুরশিদাবাদের রেসিডেন্ট ওয়াটস সাহেব দ্বারা, নবাবের প্রধান প্রধান কৰ্ম্মচারীদিগের সহিত মন্ত্রণা করিতে লাগিলেন ; এত গোপনে যে, সিরাজ উদ্দৌলা কিছুমাত্র বুঝিতে পারেন নাই। এক বার মাত্র তাহার মনে সন্দেহ উপস্থিত হইয়াছিল। তখন তিনি মীর জাফরকে ডাকাইয়া, কোরান স্পর্শ করাইয়া, শপথ করান । জাফরও যথোক্ত প্রকারে শপথ করিয়া প্রতিজ্ঞা করেন, আমি কখনও কৃতঘ্ন হইব না । সমুদায় প্রায় স্থির হইয়াছে, এমন সময়ে উমিচাদ সমস্ত উচ্ছিন্ন করিবার উদ্যোগ করিয়াছিলেন। নবাবের কলিকাতা আক্রমণ কালে, র্তাহার অনেক সম্পত্তি নষ্ট হইয়াছিল ; এ নিমিত্ত, মূল্যস্বরূপ তাহাকে যথেষ্ট টাকা দিবার কথা নিৰ্দ্ধারিত হয়। কিন্তু তিনি, তাহাতে সন্তুষ্ট না হইয়া, এক দিন বিকালে, ওয়াটুস সাহেবের নিকটে গিয়৷ কহিলেন, মীর-জাফরের সহিত ইঙ্গরেজদিগের যে প্রতিজ্ঞাপত্র হইবেক, তাহাতে আমাকে আর ত্রিশ লক্ষ টাকা দিবার কথা লিখিয়া দেখাইতে হইবেক ; নতুবা, আমি এখনই, নবাবের নিকটে গিয়া, সমুদয় পরামর্শ ব্যক্ত করিব। উমিচাদ এরূপ করিলে, ওয়াটস প্রভূতি যে সকল ব্যক্তি এই ব্যাপারে লিপ্ত ছিলেন, তৎক্ষণাৎ তাহাদের প্রাণদণ্ড হইত। ওয়াটস সাহেব, কালবিলম্বের নিমিত্ত, উমির্চাদকে অশেষ প্রকারে সান্তন করিয়া, অবিলম্বে কলিকাতায় পত্র লিখিলেন । এই সংবাদ পাইয়া, ক্লাইব প্রথমতঃ এক বারে হতবুদ্ধি হইয়াছিলেন । কিন্তু তিনি, ধূৰ্ত্ততা ও প্রতারকতা বিষয়ে, উমিচাদ অপেক্ষ অধিক পণ্ডিত ছিলেন ; অতএব, বিবেচনা করিয়া স্থির করিলেন, উমিচাদ গৰ্হিত উপায় দ্বারা অর্থলাভের চেষ্টা করিতেছে ; এ ব্যক্তি সাধারণের শত্রু ; ইহার দুষ্টতাদমনের নিমিত্ত, যে কোনও প্রকার চাতুরী করা অন্যায় নহে । অতএব, আপাততঃ, ইহার দাওয়া অঙ্গীকার করা যাউক । পরে এ ব্যক্তি আমাদের হস্তে আসিবেক । তখন ইহাকে ফঁাকি দেওয়া কঠিন হইবেক না । এই স্থির WS)