পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হীন যুরোপের অন্তর্বত্তী সাক্সনি প্রদেশে, শেমনিজ নামে এক নগর আছে। ঐ নগরে হীনের জন্ম হয়। হীনের পিতা অতি দুঃখী ছিলেন ; তন্তুবায়ের ব্যবসায় অবলম্বন করিয়া, অতি কষ্ট্রে, বহু পরিবারের ভরণপোষণ করিতেন। পুত্রকে লেখা পড়া শিখান, তাহার এমন সঙ্গতি ছিল না। শেমনিজ নগরের নিকটে, একটি সামান্ত বিদ্যালয় ছিল, হীনের পিতা তাহাকে সেই বিদ্যালয়ে পাঠাইয়া দিলেন। হীন, কিছু দিন তথায় থাকিয়া, সেখানে যত দূর হইতে পারে, লেখা পড়া শিখিলেন। অনন্তুর, লাটিন পড়িতে র্তাহার অতিশয় ইচ্ছা হইল। ঐ বিদ্যালয়ের শিক্ষকের পুত্র লাটিন জানিতেন। তিনি হীনকে কহিলেন, যদি তুমি আমায় কিছু কিছু দিতে পার, তোমায় লাটিন শিখাই। হীনের পিতার এমন সঙ্গতি ছিল না যে, তিনি পুত্রের লেখা পড়ার নিমিত্ত, মাসে মাসে, কিছু কিছু দিতে পারেন। সুতরাং, হীনের লাটিন শিখার সুবিধা হইল না। তিনি, যার পর নাই, দুঃখিত হইলেন। এই সময়ে, এক দিন, হীনের পিতা, কোনও প্রয়োজনে, তাহাকে এক আত্মীয়ের নিকট পাঠাইয়াছিলেন। লাটিন শিখিবার সুযোগ হইল না বলিয়া, হীন সৰ্ব্বদাই, দুঃখিত মনে, ও স্নান বদনে, থাকিতেন। ঐ আত্মীয় ব্যক্তি হীনকে অতিশয় ভাল বাসিতেন। তিনি, হীনের মুখ মান দেখিয়া, কারণ জিজ্ঞাসিলেন, এবং, র্তাহার মুখে সমুদয় শুনিয়া, কহিলেন, তুমি লাটিন পড়িতে আরম্ভ কর ; মাসে মাসে, শিক্ষককে যাহা দিতে হইবেক, তাহা আমি দিব। এই কথা শুনিয়া, হীনের আর আহলাদের সীমা রহিল না । এই রূপে, ঐ আত্মীয় ব্যক্তির সাহায্য পাইয়া, হীন দুই বৎসর লাটিন শিখিলেন। পরে, তাহার শিক্ষক কহিলেন, আমি যত দূর জানিতাম, তোমায় শিখাইয়াছি ; আমার আর অধিক বিদ্যা নাই ; আমি তোমায় অতঃপর শিখাইতে পারিব না। সুতরাং, আপাতত:, হীনের লাটিন পাঠ স্থগিত রহিল। এই সময়ে, হীনের পিতা, তাহাকে কোনও বিষয়কৰ্ম্মে প্রবৃত্ত করিবার নিমিত্ত, অতিশয় ব্যগ্র হইলেন । কিন্তু, হীনের নিতান্ত মানস, ভাল করিয়া লেখা পড়া শিখেন। র্তাহার পিতার যেরূপ দুঃখের অবস্থা, তাহাতে তিনি পুত্রের লেখা পড়ার ব্যয়নির্বাহ করিতে পারেন না। ভাগ্যক্রমে, তাহাদের আর এক আত্মীয় ছিলেন। লেখা পড়ায় হীনের কেমন যত্ন, হীন কেমন শিখিতে পারেন, ও কত দূর শিখিয়াছেন ; হীনের শিক্ষকের