পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হণ্টর স্কটুলণ্ডের অন্তঃপাতী লেনার্ক প্রদেশে, হণ্টরের জন্ম হয়। র্তাহার। ভাই ভগিনীতে দশটি ছিলেন ; তন্মধ্যে তিনি সৰ্ব্বকনিষ্ঠ । বৃদ্ধ বয়সের সর্বশেষ পুত্র বলিয়া, তিনি পিতার অত্যন্ত আদরের ছেলে ছিলেন । র্তাহার পিতা, আদর দিয়া, তাহাকে এক বারে নষ্ট করিয়াছিলেন । হণ্টর, যা খুসী হইত, তাই করিতেন ; কোনও বিষয়ে, কাহারও উপদেশ অথবা বারণ শুনিতেন না । কোনও প্রকারের শাসনে থাক, তাহার পক্ষে, বিলক্ষণ ক্লেশকর হইয়া উঠিয়াছিল । সৰ্ব্বদা আপন ইচ্ছা অনুসারে চলিয়া, এমন বিষম দোষ জন্মিয়া গিয়াছিল যে, তিনি, কোনও বিষয়ে, অধিক ক্ষণ মনোযোগ করিতে পারিতেন না । সুতরাং, বিদ্যালয়ে প্রবিষ্ট হইয়া, তথাকার নিয়ম অনুসারে চলিয়া, মনোযোগ পূর্বক, লেখা পড়া শিখ তাহার অসাধ্য হইয়া উঠিয়াছিল। তদীয় কর্তৃপক্ষীয়ের, অনেক কষ্টে, তাহাকে অতি সামান্তরূপ লেখা পড়া শিখাইয়াছিলেন । সে সময়ে, সকলেই লাটিন শিখিত ; তদনুসারে, তাহাকেও লাটিন শিখাইবার জন্তে, বিস্তর চেষ্টা হইয়াছিল। কিন্তু তিনি, কোনও মতে, শিখিলেন না। অনেক বয়স পৰ্য্যস্ত, তিনি, কেবল খেলা, তামাসা, ও আমোদ আহলাদ করিয়া কাটাইলেন, ভাল করিয়া লেখা পড়৷ শিখা, অথবা বিষয়কৰ্ম্মের চেষ্টা দেখা, কিছুই করিলেন না। হণ্টরের পিতা সঙ্গতিপন্ন লোক ছিলেন । র্তাহীদের দেশের প্রথা এষ্ট, জ্যেষ্ঠ পুত্রই পৈতৃক বিষয়ের অধিকারী হয় ; তদনুসারে, সৰ্ব্বজ্যেষ্ঠ সমস্ত পিতৃধনের অধিকারী হইলেন । হণ্টর বাপের আদরের ছেলে ছিলেন বটে ; কিন্তু তিনি, মৃত্যুকালে, তাহার জন্তে, কোনও ব্যবস্থা করিয়া যান নাই । সুতরাং, কোনও বিষয়কৰ্ম্ম না করিলে, র্তাহার চলা ভার। দুর্ভাগ্য ক্রমে, তিনি ভাল করিয়া লেখা পড়া শিখেন নাই ; সুতরাং, যে সকল বিষয়কৰ্ম্মে লেখা পড়া জানার আবশ্বকতা আছে, তাহার সেরূপ বিষয়কৰ্ম্ম করিবার ক্ষমতা ছিল না। তাহার এক ভগিনীপতি কাঠরার কৰ্ম্ম করিতেন ; তাহার নিকট নিযুক্ত হইয়া, তিনি মেজ ও কেদার গড় শিখিতে লাগিলেন। নানা প্রকারে দায়গ্ৰস্ত হওয়াতে, র্তাহার ভগিনীপতির ব্যবসায় রহিত হইয় গেল ; সুতরাং, হণ্টরেরও কৰ্ম্ম গেল। তিনি নিজে ঐরাপ কৰ্ম্ম চালান, র্তাহার এমন সুবিধা ছিল না ; সুতরাং, অতঃপর কি করিবেন, কিছুই স্থির করিতে পারিলেন না ।