পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওগিলবি ওগিলবি, বাল্যকালে, অতি সামান্যরূপ লেখা পড়া শিখিয়াছিলেন। র্তাহার পিত। ঋণগ্রস্ত ছিলেন ; ঋণের পরিশোধ করিতে না পারাতে, উত্তমণ, বিচারালয়ে অভিযোগ করিয়া, তাহাকে কারারুদ্ধ করেন। সুতরাং, নিজে কিছু কিছু উপার্জন করিতে না পারিলে, ওগিলবির চলা ভার। কিন্তু তিনি তাদৃশ লেখা পড়া জানিতেন না ; উপায়ান্তর দেখিতে না পাইয়া, অবশেষে নৰ্ত্তকের ব্যবসায় অবলম্বন করিলেন । এই ব্যবসায়ে র্তাহার বিলক্ষণ নৈপুণ্য জন্মিল। কিছু টাকা হস্তে হইবা মাত্র, তিনি সৰ্ব্বাগ্রে, পিতাকে কারাগার হইতে মুক্ত করিলেন। কিছু দিন পরে, কোনও কারণ উপস্থিত হওয়াতে, তাহাকে নৰ্ত্তকের ব্যবসায় পরিত্যাগ করিতে হইল। সুতরাং, তিনি পুনরায় দুঃখে পড়িলেন। দুঃখে পড়িয়া, কিছু খরচ করিয়া তিনি পুনরায়, ডবলিন নগরে, একটি সামান্য নাট্যশালা স্থাপিত করিলেন। এই নাট্যশালা দ্বারা, তাহার কিছু কিছু লাভের উপক্রম হইল। কিন্তু, সেই সময়ে, রাজবিদ্রোহ উপলক্ষে, যুদ্ধ উপস্থিত হওয়াতে, তাহার লাভের পথ রুদ্ধ হইয়া গেল। নাট্যশালার সমুদয় দ্রব্যসামগ্রী লুষ্ঠিত হইল, এবং তাহার নিজের প্রাণসংশয় পৰ্য্যন্ত ঘটিয়া উঠিল। এইরূপে, যৎপরোনাস্তি দুঃখে পড়িয়া ও বিপদগ্ৰস্ত হইয়া, ওগিলবি লণ্ডনে ফিরিয়া আসিলেন। তথায় তিনি, কেম্বিজ বিদ্যালয় সংক্রান্ত কোনও ব্যক্তির বিশিষ্টরূপ সাহায্য পাইয়া, লাটিন শিখিতে আরম্ভ করিলেন । এই সময়ে, তাহার বয়স চল্লিশ বৎসরের অধিক। ইহার পূৰ্ব্বে, র্তাহার ভাল করিয়া লেখা পড়া শিখা হয় নাই। তিনি, এত বয়সে শিখিতে আরম্ভ করিয়াও, অল্প দিনেই, লাটিন ভাষায় বিলক্ষণ ব্যুৎপন্ন হইয়া উঠিলেন, এবং বর্জিল নামক সুপ্রসিদ্ধ লাটিনকবির রচিত কাব্যের, ইঙ্গরেজী ভাষায়, পদ্যে অনুবাদ করিলেন। এই গ্রন্থ, মুদ্রিত হইয়া, সৰ্ব্বত্র আদর পূর্বক পরিগৃহীত হইল। গ্রন্থকর্তা কিছু টাকা পাইলেন। এই অর্থলাভ হওয়াতে, তাহার অতিশয় উৎসাহ বৃদ্ধি হইল। গ্ৰাক ভাষায়, হোমর নামক মহাকবির রচিত ঈলিয়ড ও অডিসি নামক, দুই অত্যুৎকৃষ্ট মহাকাব্য আছে। ইঙ্গরেজী ভাষায়, পছে ঐ দুই কাব্যের অমুবাদ করিবার নিমিত্ত, ওগিলবির অতিশয় ইচ্ছা হইল। এ পর্য্যন্ত, তিনি গ্ৰীক ভাষার বিন্দুবিসর্গও জানিতেন না । এই সময়ে, তাহার চুয়ান্ন বৎসর বয়স হইয়াছিল; তথাপি তিনি গ্ৰীক