পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—-ওগিলবি Wobr(? পড়িতে আরম্ভ করিলেন, এবং, কিছু দিনের মধ্যেই, গ্ৰীক ভাষায় বিলক্ষণ ব্যুৎপন্ন হইয়া, ঐ দুই মহাকাব্যের অনুবাদ করিয়া, মুদ্রিত ও প্রচারিত করিলেন । এই দুই গ্রন্থও, পণ্ডিতসমাজে, আদর পূর্বক পরিগৃহীত হইল। ইতোমধ্যে, ওগিলবি, পুনরায় ডবলিন নগরে গিয়া, এক নূতন নাট্যশালা স্থাপিত করিয়াছিলেন ; তাহাতে তাহার যথেষ্ট লাভও হইয়াছিল। বস্তুতঃ, এই সময়ে, ওগিলবি বিলক্ষণ সুখে ও সচ্ছন্দে ছিলেন ; অর্থের অভাব জন্য কোনও ক্লেশ পান নাই । অবশেষে, ডবলিন নগরে ভূমি প্রভৃতি যে কিছু সম্পত্তি ছিল, সমুদয় বিক্রয় করিয়া, তিনি পুনরায় লণ্ডনে গিয় অবস্থিতি করিলেন । তাহার বাস করিবার অব্যবহিত পরেই, লণ্ডনে বিষম অগ্নিদাহ হইল ; তাহীতে তাহার সৰ্ব্বস্ব দগ্ধ হইয়া গেল । অগ্নিদাহে সৰ্ব্বস্বন্তি হওয়াতে, তিনি পুনৰ্ব্বার, পূর্বের ন্যায়, বিষম দুঃখে পড়িলেন। এই রূপে, তিনি পুনরায় দুঃখে পড়িলেন বটে ; কিন্তু, তাহাতে হতবুদ্ধি বা ভগ্নোৎসাহ হইলেন না ; বরং, উৎসাহ ও পরিশ্রম সহকারে, গ্রন্থের অনুবাদ প্রভূতি কৰ্ম্ম করিয়া, ত্বরায় গুছাইয়া উঠিলেন ; কিঞ্চিৎ সংস্থান হইলে, পুনরায় বসতিবাটী নিৰ্ম্মিত করাইলেন, এবং একটি ছাপাখানাও স্থাপিত করিলেন। ছাপাখানা দ্বারা, তিনি পুনরায় সঙ্গতিপন্ন হইয়া উঠিলেন । ছিয়াত্তর বৎসর বয়সে ওগিলবির মৃত্যু হয় । দেখ । ওগিলবি কেমন লোক । তিনি, কত বার, কত দুঃখে ও কত বিপদে পড়িলেন ; কিন্তু, উৎসাহ ও পরিশ্রমের গুণে, প্রতি বারেই, গুছাইয়া উঠিলেন ; উৎসাহ ও পরিশ্রমের গুণে, চল্লিশ বৎসরের অধিক বয়সে, লাটিন পড়িতে আরম্ভ করিয়া, তাহাতে ব্যুৎপন্ন হইলেন ; উৎসাহ ও পরিশ্রমের গুণে, চুয়ান্ন বৎসর বয়সে, গ্রীক পড়িতে আরম্ভ করিয়া, তাহাতেও ব্যুৎপন্ন হইলেন ; অগ্নিদাহে সৰ্ব্বস্বাস্ত হইয়া গেল, কিন্তু, উৎসাহ ও পরিশ্রমের গুণে, পুনরায় গৃহাদিনিৰ্ম্মাণ ও সংস্থান করিয়া, শেষদশী, সুখে ও সচ্ছন্দে, অতিবাহিত করিলেন । ফলতঃ, কেবল উৎসাহ ও পরিশ্রমের গুণে, তিনি, বুদ্ধ বয়সে, বিলক্ষণ লেখা পড়া শিখিয়াছিলেন, এবং, সুখে ও সচ্ছন্দে, কালযাপন করিতে পারিয়াছিলেন। যদি তিনি উৎসাহহীন ও পরিশ্রমকাতর হইতেন, তাহ হইলে, অধিক বয়সে লেখা পড়াও হইত না ; এবং দুঃখেরও সীমা থাকিত না । অতএব, উৎসাহ ও পরিশ্রম বিদ্যা ও সম্পত্তির মূল, তাহার সন্দেহ নাই। 8?