পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—লীডন wmbጫ তদনুসারে, তিনি, ঐ কৰ্ম্মের উপযোগী লেখা পড়া শিখাইবার নিমিত্ত, পুত্রকে এডিনবরার কালেজে প্রবিষ্ট করিয়া দিলেন । এ পর্য্যস্ত, লীডন ভাল করিয়া লেখা পড়া শিখিবার সুযোগ পান নাই ; এক্ষণে, কালেজে প্রবিষ্ট হইয়া, প্রাণপণে পরিশ্রম করিয়া, মনের সাধে, লেখা পড়া শিখিতে লাগিলেন। তিনি কিছু কাল কলেজে থাকিয়া, অদ্ভুত পরিশ্রম সহকারে, লাটিন, গ্ৰীক, ফরাসি, জৰ্ম্মন, স্পানিশ, ইটালীয়, প্রাচীন অাইস্লণ্ডিক, হিব্রু, আরবী, পারসী, এই দশ ভাষা, এবং ধৰ্ম্মনীতি ও গণিতবিদ্যা, উত্তম রূপে শিখিলেন ; এবং পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা প্রভৃতি আর কয়েক বিদ্যাও একপ্রকার শিখিয়া ফেলিলেন । যাহারা, উত্তর কালে পাদরি হইবার অভিপ্রায়ে, বিদ্যাভ্যাস করে, অধ্যাপকেরা, তাহদের কাছে কিছু না লইয়া, শিক্ষা দিয়া থাকেন ; এই নিমিত্ত, লীডন এত শিখিতে পারিয়াছিলেন । এইরূপে, পাচ ছয় বৎসর কালেজে থাকিয়া, লীডন বিলক্ষণ বিদ্যোপার্জন করিলেন ; কিন্তু তাহাকে, অর্থের অসঙ্গতি নিবন্ধন, বিস্তর ক্লেশ পাইতে হইয়াছিল । তিনি যে সকল পুস্তক পড়িতেন, তাহার অধিকাংশই, অন্তের নিকট হইতে চাহিয়া আনিতেন। যে সকল পুস্তক চাহিয়া, পাওয়া যাইত না, তাহা কিনিতে হইত ; কিন্তু, কিনিবার সঙ্গতি ছিল না। যাহা কিছু তাহার হস্তে আসিত, আহার প্রভৃতির ক্লেশ সহ করিয়াও, তিনি, তাহার অধিকাংশ দ্বারা, পুস্তক কিনিতেন । লীডনের কষ্ট দেখিয়া, কলেজের এক অধ্যাপক, অনুগ্রহ করিয়া, তাহাকে এক পড়ান কৰ্ম্ম জুটাইয়া দেন । তাহাতে লীডনের বিস্তর আনুকূল্য হইয়াছিল । বালকদিগকে শিক্ষা দিয়া, যে সময় থাকিত, সে সময়ে তিনি, অনন্তমনা ও অনন্তকৰ্ম্ম হইয়া, স্বয়ং লেখা পড়া করিতেন । লীডন, অসাধারণ যত্নে, ও অসাধারণ পরিশ্রমে, যে অসাধারণ বিদ্যোপার্জন করিয়াছিলেন, তদ্বারা, তিনি জনসমাজে বিলক্ষণ বিখ্যাত হইয়া উঠিলেন। তাহার পরিশ্রমের ও বিদ্যালাভের কথা যে শুনিত, সেই চমৎকৃত হইত ও প্রশংসা করিত। ক্রমে ক্রমে, সেই প্রদেশের অনেক বিদ্বান ও বিদ্যানুরাগী সন্ত্রান্ত লোকের সহিত, তাহার আলাপ হইল। র্তাহার। সকলেই তাহাকে যথেষ্ট স্নেহ ও সমাদর করিতে লাগিলেন, এবং, যাহাতে র্তাহার ভাল হয়, সে বিষয়ে, সবিশেষ যত্নবান হইলেন। কিছু দিন পরে, তিনি পাদরির কৰ্ম্মে নিযুক্ত হইলেন ; কিন্তু সে কৰ্ম্ম, তাহার মনোনীত না হওয়াতে, অল্প দিনের মধ্যেই, ছাড়িয়া দিলেন ; মনে মনে স্থির করিলেন, কাব্যরচনা করিব, এবং, তাহ বিক্রয় করিয়া, যাহা লাভ হইবেক, তাহাতেই জীবিকানিৰ্ব্বাহ