পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిసి o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা র্তাহাকে খাওয়ায় পরায়, অথবা লেখা পড়া শিখায়, এমন আর কেহ নাই ; কোথায় যাইবেন, কি করিবেন, তাহার কিছুই ঠিকানা নাই । এক পান্থনিবাসে স্বানষ্টনের মৃত্যু হয়। কাফরিরাজের পুত্র সেই স্থানেই কিছু দিন থাকিলেন । সেই পান্থনিবাসের কত্রী, এক বিবি, র্তাহাকে নিতান্ত নিরাশ্রয় দেখিয়া, দয়া করিয়া, সেই কয় দিনের আহার দিয়াছিলেন । তদনন্তর, স্বানষ্টনের নিকট কুটুম্ব এক কৃষক, সেই পান্থনিবাসে আসিয়া, কাফরিরাজের পুত্রকে আপন আলয়ে লইয়া গেলেন । এই স্থানে তিনি কিছু দিন, রাখালের কৰ্ম্ম করিলেন । রাজা নিজ পুত্রের কি নাম রাখিয়াছিলেন, তাহা পরিজ্ঞাত নহে। স্বানষ্টন র্তাহার নাম জেঙ্কিন্স রাখিয়াছিলেন । তদনুসারে, কাফরিরাজের পুত্র জেঙ্কিন্স নামেই প্রসিদ্ধ হইলেন। জেঙ্কিন্স দৃঢ়কায় হইলে, লেডলা নামক এক ব্যক্তি, তাহার উপর সদয় হইয়া, র্তাহাকে আপন আলয়ে লইয়া রাখিলেন । এই স্থানে, তিনি সকল কৰ্ম্মই করিতে লাগিলেন ; কখনও রাখালের কৰ্ম্ম করিতেন, কখনও কৃষকের কৰ্ম্ম করিতেন, কখনও সইসের কৰ্ম্ম করিতেন। তিনি অতিশয় মেধাবী ছিলেন বলিয়া, তাহার বিশেষ কৰ্ম্ম এই নির্দিষ্ট ছিল, সৰ্ব্বপ্রকার সংবাদ লইয়া, হাইউইক নামক স্থানে যাইতে হইত। এই সময়েই, বিদ্যাশিক্ষা বিষয়ে, জেঙ্কিন্সের প্রথম অনুরাগ জন্মে। তাহার বিলক্ষণ স্মরণ ছিল, পিতা তাহাকে, বিদ্যাশিক্ষার নিমিত্ত, পাঠাইয়াছিলেন । কিন্তু, বিদেশে আসিয়া, তিনি যেরূপ দুরবস্থায় পড়িয়াছিলেন, তাহাতে র্তাহার বিদ্যাশিক্ষার আশা, এক বারেই, উচ্ছিন্ন হইয়া যায়। তথাপি, তিনি মনোমধ্যে স্থির করিয়াছিলেন, যদি কখনও সুযোগ পাই, যত দূর পারি, পিতার মানস পুর্ণ করিব। এক্ষণে, লেডলার পুত্রদিগকে লেখা পড়া করিতে দেখিয়া, তাহারও লেখা পড়া শিখিতে অতিশয় ইচ্ছা হইল। তিনি, সুযোগ ক্রমে, ঐ বালকদিগের নিকটে, উপদেশ লইতে আরম্ভ করিলেন । কিন্তু, দিনের বেলায়, তাহার কিছু মাত্র অবসর থাকিত না ; এ নিমিত্ত, নিয়মিত কৰ্ম্ম সম্পন্ন করিয়া, যখন শয়ন করিতে যাইতেন, সেই সময়ে অধিক রাত্রি পর্য্যস্ত, পাঠাভ্যাস করিতেন, এবং লিখিতে শিখিতেন । এই রূপে, বিদ্যাভ্যাস বিষয়ে তাহার অনুরাগপ্রকাশ হইলে, লেডলা তাহাকে এক বৈকালিক বিদ্যালয়ে প্রবিষ্ট করিয়া দিলেন । জেঙ্কিন্স, সমস্ত দিন কৰ্ম্ম করিয়া, বিকালে ঐ বিদ্যালয়ে পড়িতে যাইতেন। তিনি, অল্প দিনের মধ্যেই, এমন লেখা পড়৷