পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রিডে ইংলণ্ডের অন্তঃপাতী করনওয়াল প্রদেশে, পডষ্টে নামে এক নগর আছে। ঐ নগরে প্রিডোর জন্ম হয়। ইহার পিতার এমন সঙ্গতি ছিল না যে, ইহাকে ভাল করিয়া লেখা পড়া শিখান। কোনও বিদ্যালয়ে রাখিয়া, সামান্তরূপ কিছু শিখানও, তাহার পক্ষে, দুঃসাধ্য হইয়াছিল। কিন্তু প্রিডোর লেখা পড়ায় আন্তরিক যত্ব ছিল। বাটতে থাকিয়া, লেখা পড়া শিখিবার কোনও সুযোগ না হওয়াতে, তিনি অক্সফোর্ড নগরে গমন করিলেন ; তথায়, অন্য কোনও উপায় না দেখিয়া, অবশেষে, এক বিদ্যালয়ে পাচকের সহকারী নিযুক্ত হইলেন। ঈদৃশ নীচ কৰ্ম্মে নিযুক্ত হইবার অভিপ্রায় এই যে, ঐ কৰ্ম্মের বেতন দ্বারা, বাসাখরচ চলিয়া যাইবেক । তিনি, এই রূপে, বাসাখরচের সংস্থান করিলেন, এবং, কৰ্ম্ম করিয়া, যখন অবসর পাইতেন, সেই সময়ে, কিছু কিছু অধ্যয়ন করিতে লাগিলেন । ক্রমে ক্রমে, এই রূপে, অধ্যয়ন করিয়া, সুযোগমতে, অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে প্রবিষ্ট হইয়া, তিনি বিলক্ষণ বিদ্যোপার্জন করিলেন । বিশ্ববিদ্যালয়ে থাকিতে থাকিতেই, তিনি এক গ্রন্থ লিখিলেন। ঐ গ্রন্থে র্তাহার বিলক্ষণ পাণ্ডিত্যপ্রকাশ হইয়াছিল। তদ,ষ্টে, তাহার উপর রাজমন্ত্রীদিগের অনুগ্রহদৃষ্টি হইল। র্তাহাদের সহায়তায়, পরিশেষে, তিনি ওয়ারসেক্টরের বিশপের পদে অধিরূঢ় হইলেন । ডাক্তর এডাম স্কটলণ্ডের অন্তঃপাতী মোরে নামক প্রদেশে, রেফোর্ড নামে এক গ্রাম আছে। ঐ গ্রামে এডামের জন্ম হয়। এই ব্যক্তি অতি দুঃখীর সন্তান। কিন্তু, ভাল করিয়া লেখা পড়া শিখিবার নিমিত্ত, তাহার অতিশয় ইচ্ছা ছিল। যৎকালে, তিনি এডিনবরায় অধ্যয়ন করিতে যান, তখন র্তাহার অতিশয় দুঃখের দশা। তিনি, অল্প ভাড়ায়, একটি ছোট ঘর লইয়া, তাহাতেই অতি কষ্টে থাকিতেন ; নিতান্ত অসঙ্গতি প্রযুক্ত, আহারেরও অতিশয় ক্লেশ পাইতেন ; প্রায়ই, কাচা ময়দা গুলিয়া খাইয়া, প্রাণধারণ করিতেন ; তৈলের অভাবে, রাত্রিতে প্রদীপ জ্বালিয়া পড়িতে পাইতেন না ; সন্ধ্যার পর, সহাধ্যায়ীদিগের আলয়ে