পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o 8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা বিদ্যায় অদ্বিতীয় পণ্ডিত, অধ্যাপক, ও রাজমন্ত্রী পৰ্য্যন্ত হইয়াছিলেন। লেখা পড়ায় আন্তরিক যত্ন ও আন্তরিক অনুরাগ ছিল বলিয়া, তিনি এরূপ হইতে পারিয়াছিলেন ; নতুবা, তাহাকেও, নিঃসন্দেহ, পৈতৃক ব্যবসায় অবলম্বন করিয়া, জীবন কাটাইতে হইত। মেডক্স এই ব্যক্তি লণ্ডন নগরে জন্ম গ্রহণ করেন । ইনি অতি দুঃখার সন্তান ; অল্প বয়সেই, পিতৃহীন ও মাতৃহীন হন । র্তাহার আত্মীয়ের। তাহাকে, এই অভিপ্রায়ে, এক রুটিওয়ালার দোকানে নিযুক্ত করিয়া দেন যে, তথায় থাকিয়া কৰ্ম্ম শিখিয়া, উত্তরকালে, ঐ ব্যবসায় অবলম্বন পূৰ্ব্বক, জীবিকানিৰ্ব্বাহ করিতে পারিবেন। কিন্তু, লেখা পড়া শিখিবার নিমিত্ত, তাহার আন্তরিক ইচ্ছা ও যত্ব ছিল । পুস্তক পাইলে, তিনি, সকল কৰ্ম্ম ছাড়িয়া, পড়িতে বসিতেন । সুতরাং, তাহাকে রাখিয়া, রুটিওয়ালার তাদৃশ উপকারবোধ হইত না । র্তাহাকে পড়িতে দেখিলে, সে অতিশয় বিরক্ত হইত। ফলতঃ, উভয় পক্ষেরই বিলক্ষণ অসুবিধা ঘটিয়া উঠিল । অবাধে, মনের সাধে পড়িতে পাইতেন না, এজন্য, মেডক্স মনে মনে অতিশয় বিরক্ত হইতেন ; আর, তিনি, কৰ্ম্মের সময় কৰ্ম্ম না করিয়া, পড়িতে বসিতেন ; এজন্য, রুটিওয়ালা তাহার উপর অতিশয় বিরক্ত হইত। পরিশেযে, রুটিওয়ালা তাহাকে দোকান হইতে তাড়াইয়া দিল । মেডক্সের আত্মীয়ের, লেখা পড়া বিষয়ে, তাহার অসাধারণ যত্ন দেখিয়া, তাহাকে স্কটুলণ্ডে পাঠাইলেন ; এবং, এই অভিপ্রায়ে অবডিন বিশ্ববিদ্যালয়ে প্রবিষ্ট করিয়া দিলেন যে, যাহাতে, উত্তরকালে, পাদরির কৰ্ম্ম করিতে পারেন, তদুপযুক্ত বিদ্যাভ্যাস করিবেন। তথায় তিনি, কিছু দিন, উত্তম রূপে, অধ্যয়ন করিলেন ; কিন্তু, নানা কারণে বিরক্ত হইয়া, ঐ বিশ্ববিদ্যালয় ছাড়িয়া দিয়া, ইংলণ্ডে ফিরিয়া আসিলেন ; এবং, লণ্ডনের বিশপ গিবনসের সহায়তায়, কেম্বিজ বিশ্ববিদ্যালয়ে প্রবিষ্ট হইয়া, বিশিষ্টরূপ বিদ্যোপার্জন করিলেন । এইরূপে, অভিলাষানুরূপ বিদ্যালাভ করিয়া, মেডক্স পাদরির কৰ্ম্মে নিযুক্ত হইলেন । উত্তরোত্তর, তাহার পদবুদ্ধি হইতে লাগিল । পরিশেষে, তিনি বিশপের পদ প্রাপ্ত হইলেন । দেখ । লেখা পড়ায় আন্তরিক যত্ন থাকার কত গুণ । যে ব্যক্তি, রুটিওয়ালার দোকানে থাকিয়া, কৰ্ম্ম শিখিয়া, উত্তরকালে, ঐ ব্যবসায় দ্বারা, জীবিকানির্বাহ করিবেন