পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 3 o • د د خ} پ۴ -ca:n Es ム。ッ・ヘ.、川 ?の " شة " أغة فة لم يه.. يي يي، رن বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ شة فة شة قة لا؟ ミ> ঐ কোষে স্বর্ণ, রজত, ও রত্বে আট কোটি টাকার নূ্যন ছিল না। মীর জাফর, আমির বেগ খা, রামচাদ, নবকৃষ্ণ, এই কয় জনে ঐ ধন যথাযোগ্য ভাগ করিয়া লয়েন । এই নির্দেশ নিতান্ত অমূলক বা অসম্ভব বোধ হয় না ; কারণ, রামর্চাদ তৎকালে ষাটি টাকা মাত্র মাসিক বেতন পাইতেন ; কিন্তু, দশ বৎসর পরে, তিনি এক কোটি পচিশ লক্ষ টাকার বিষয় রাখিয়া মরেন। মুন্সী নবকৃষ্ণেরও মাসিক বেতন ষাটি টাকার অধিক ছিল না । কিন্তু তিনি, অল্প দিন পরে, মাতৃশ্ৰাদ্ধ উপলক্ষে, নয় লক্ষ টাকা ব্যয় করেন । এই ব্যক্তিই, পরিশেষে, রাজ উপাধি প্রাপ্ত হইয়া, রাজা নবকৃষ্ণ নামে বিখ্যাত হইয়াছিলেন । এক্ষণে ইঙ্গরেজের সকল সঙ্কট হইতে মুক্ত হইলেন। ১৭৫৬ খৃঃ অব্দের জুন মাসে, তাহাদের সর্বস্বলুণ্ঠন, বাণিজ্যের উচ্ছেদ, এবং কৰ্ম্মচারীদিগের প্রাণদণ্ড হয়। বস্তুত, তাহারা বাঙ্গালাতে এক বারে সর্ব প্রকারে সম্বন্ধশ্বন্ত হইয়াছিলেন। কিন্তু, ১৭৫৭ খৃঃ অব্দের জুন মাসে, তাহার কেবল আপনাদের কুঠী সকল পুনর্বার অধিকার করিলেন, এমন নহে ; আপনাদের বিপক্ষ সিরাজ উদ্দৌলাকে রাজ্যচু্যত করিলেন, এবং অনুগত এক ব্যক্তিকে নবাবী পদ দিলেন ; আর, তাহাদের প্রতিদ্বন্দ্বী ফরাসির বাঙ্গালা হইতে দূরীকৃত হইলেন। নবাব কলিকাত আক্রমণ করাতে, কোম্পানি বাহাদুরের, এবং ইঙ্গরেজ, বাঙ্গালি, ও আরমানি বণিকদিগের যথেষ্ট ক্ষতি হইয়াছিল ; সেই ক্ষতির পূরণ স্বরূপ, কোম্পানি বাহাদুর, এক কোটি টাকা পাইলেন ; ইঙ্গরেজ বণিকেরা পঞ্চাশ লক্ষ ; বাঙ্গালি বণিকের বিশ লক্ষ ; আরমানি বণিকের সাত লক্ষ ; এ সমস্ত ভিন্ন, সৈন্তসংক্রান্ত লোকেরা অনেক পারিতোষিক পাইলেন , আর, কোম্পানির যে সকল কৰ্ম্মচারীরা মীর জাফরকে সিংহাসনে নিবেশিত করিয়াছিলেন, তাহারাও বঞ্চিত হইলেন না। ক্লাইব ষোল লক্ষ টাকা পাইলেন ; কোন্সিলের অন্যান্ত মেম্বরের, কিছু কিছু নূ্যন পরিমাণে, পুরস্কার প্রাপ্ত হইলেন। ইহাও নিৰ্দ্ধারিত হইল, পূর্বে ইঙ্গরেজদিগের যে যে অধিকার ছিল, সে সমস্ত বজায় থাকিবেক ; মহারাষ্ট্ৰখাতের অন্তর্গত সমুদয় স্থান ও তাহার বাহে ছয় শত ব্যাম পৰ্য্যন্ত, ইঙ্গরেজদিগের হইবেক ; কলিকাতার দক্ষিণ কুল্পী পৰ্য্যন্ত সমুদয় দেশ কোম্পানির জমীদারী হইবেক ; আর, ফরাসির, কোনও কালে, এ দেশে বাস করিবার অনুমতি পাইবেন না । এ দিকে, সিরাজ উদ্দৌলা, ভগবানগোলা হইতে রাজমহলে পহুছিয়া, আপন স্ত্রী ও কন্যার জন্য অন্ন পাক করিবার নিমিত্ত, এক ফকীরের কুটীরে উপস্থিত হইলেন। পূৰ্ব্বে 8 - يكيد