পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী প্রথম ভাগ বিজ্ঞাপন চারি বৎসর হইল, আখ্যানমঞ্জরী প্রচারিত হইয়াছে। কিছু দিন পূর্বে, কলিকাতাস্থ কোনও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভিপ্রায় ব্যক্ত করেন, আখ্যানমঞ্জরী যেরূপ ভাষায় লিখিত হইয়াছে, তদপেক্ষা সরল ভাষায় পুস্তকান্তর প্রস্তুত হইলে, অল্পবয়স্ক বালকদিগের অনেক উপকার দর্শে । তদনুসারে, সরল ভাষায় কতকগুলি আখ্যানের সঙ্কলন এবং পূর্বপ্রচারিত পুস্তক হইতে কতিপয় আখ্যানের উদ্ধরণ পূৰ্ব্বক, আখ্যানমঞ্জরী প্রথম ভাগ নামে এই পুস্তক প্রচারিত হইল। যে উদ্দেশ্বে আখ্যানমঞ্জরীর প্রথম ভাগ সঙ্কলিত হইল, যদি শিক্ষক মহাশয়দিগের বিবেচনায়, তাহ সম্পন্ন হইয়া থাকে, তাহ হইলে শ্রম সফল জ্ঞান করিব। অতঃপর, পূর্বপ্রচারিত পুস্তক আখ্যানমঞ্জরীর দ্বিতীয় ভাগ বলিয়া পরিগণিত হইবে । শ্ৰীঈশ্বরচন্দ্ৰ শৰ্ম্ম৷ বৰ্দ্ধমান । ১ল ফাল্গুন । স*বং ১৯২৪ { (૨