পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—প্রথম ভাগ 8 인 তাহার। এইভাবে অধিকক্ষণ থাকিত, তাহা হইলে, অগ্রে জ্যেষ্ঠের এবং কিয়ৎক্ষণ পরে কনিষ্ঠের নিঃসন্দেহ প্রাণবিয়োগ হইত। কিন্তু সৌভাগ্যক্রমে তাহা ঘটিতে পারিল না । সন্ধ্যার পর, অনেকক্ষণ পৰ্য্যন্ত, তাহারা গৃহে প্রতিগত না হওয়াতে, তাহাদের পিতা ও মাত অতিশয় চিন্তিত হইয়াছিলেন । কিয়ৎক্ষণ পরে তাহদের পিত। অন্বেষণে নির্গত হইলেন, এবং ইতস্ততঃ অনেক অনুসন্ধান করিয়া, অবশেষে সেই গহবরে উপস্থিত হইয়া দেখিলেন, তাহারা শয়ন করিয়া আছে । তিনি, তাহদের বিষয়ে একপ্রকার হতাশ হইয়াছিলেন ; এক্ষণে তাহাদিগকে দেখিতে পাইয়। আহলাদে পরিপূর্ণ হইলেন। তাহার নয়নে আনন্দের অশ্রুধারা বহিতে লাগিল । কিয়ৎক্ষণ পরে তিনি তাহাদিগকে পণশয্যা হইতে উঠাইলেন ; এবং প্রথমতঃ, যথোচিত তিরস্কার করিলেন ; পরে জ্যেষ্ঠ কনিষ্ঠের কষ্টনিবারণের কীদৃশ চেষ্টা করিয়াছিল, তাহ। সবিশেষ অবগত হইয়া, যারপরনাই আহলাদিত হইলেন ; এবং জ্যেষ্ঠের ভ্রাতৃস্নেহের অতিশয্য দর্শনে, নিরতিশয় প্রীতি প্রাপ্ত হইয়া, তাহার প্রতি সাতিশয় স্নেহপ্রদর্শনপূর্বক, তাহাদিগকে সমভিব্যাহারে লইয়া, গৃহে প্রতিগমন করিলেন । লোভসংবরণ এক দীন বালক কোনও বড় মানুষের বাটতে নিযুক্ত হইয়াছিল। তাহার উপর গৃহমার্জন প্রভৃতি অতি সামান্ত নিকৃষ্ট কৰ্ম্মের ভার ছিল । সে, একদিন গৃহস্বামীর বাসগৃহ পরিস্কৃত করিতেছে ; এবং গৃহমধ্যে সজ্জিত মনোহর দ্রব্যসকল দৃষ্টিগোচর করিয়া, আহলাদে পুলকিত হইতেছে। তৎকালে সেই গৃহে অন্য কোনও ব্যক্তি ছিল না ; এজন্য সে নির্ভয়ে, এক একটি দ্রব্য হস্তে লইয়া, কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া পুনরার যথাস্থানে রাখিয়৷ দিতেছে। গৃহস্বামীর একটি সোনার ঘড়ি ছিল । ঘড়িটি অতি মনোহর, উত্তম স্বর্ণে নিৰ্ম্মিত, এবং ক্ষুদ্র ক্ষুদ্র হীরকখণ্ডে মণ্ডিত। বালক, ঘড়িটি হস্তে লইয়া, উহার অসাধারণ সৌন্দর্য্য ও ঔজ্জল্য দর্শনে মোহিত হইল ; এবং বলিতে লাগিল, যদি আমার এরূপ একটি ঘড়ি থাকিত, তাহা হইলে কি আহলাদের বিষয় হইত। ক্রমে ক্রমে, তাহার মনে প্রবল লোভ জন্মিলে, সে ঘড়িটি চুরি করিবার নিমিত্ত ইচ্ছুক হইল । Q○