পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—প্রথম ভাগ 8Sఏ দিয়াছেন, তজ্জন্ত র্তাহীকে প্রণাম কর ও ধন্যবাদ দাও । অতঃপর সর্বদা এরূপ সাবধান থাকিবে, যেন কখনও লোভের বশীভূত না হও। এই প্রকারে তাহাকে অভয়প্রদান করিয়া তিনি বলিলেন, শুন বৎস, তুমি যে এরূপে লোভ সংবরণ করিতে পারিয়াছ, তজ্জন্ত তোমায় পুরস্কার দেওয়া উচিত। এই বলিয়া, কতিপয় মুদ্রা তাহার হস্তে দিয়া বলিলেন, অতঃপর তোমায় আর গৃহমার্জন প্রভৃতি নীচ কৰ্ম্ম করিতে হইবে না। তুমি বিদ্যাভাস করিলে, আরও সুবোধ ও সচ্চরিত্র হইতে পারিবে ; এজন্য কল্য অবধি আমি তোমায় বিদ্যালয়ে পাঠাইব, এবং অন্ন, বস্ত্র, পুস্তক প্রভৃতি সমস্ত আবশ্বক বিষয়ের ব্যয় নিৰ্ব্বাহ করিব । অনন্তর, তিনি হস্তে ধরিয়া তাহাকে উঠাইলেন, এবং তাহার নয়নের অশু মার্জন করিয়া দিলেন। গৃহস্বামিনীর ঈদৃশ স্নেহবাক্য শ্রবণে ও সদয় ব্যবহার দর্শনে, ঐ দীন বালকের আহ্নাদের সীমা রহিল না। তাহার নয়নযুগল হইতে আনন্দাশ্র নির্গত হইতে লাগিল । সে পরদিন অবধি, বিদ্যালয়ে প্রবিষ্ট হইয়া, যারপরনাই যত্ন ও পরিশ্রম করিয়া, শিক্ষা করিতে লাগিল । অল্প দিনের মধ্যেই, সে বিলক্ষণ বিদ্যোপার্জন করিল ; এবং লোকসমাজে বিদ্বান ও ধৰ্ম্মপরায়ণ বলিয়া গণ্য হইয়া, সুখে ও স্বচ্ছন্দে সংসারযাত্র নির্বাহ করিতে লাগিল । গুরুভক্তি রুশিয়ার রাজমহিষী দ্বিতীয় কাথরিনের অপত্যস্নেহ অতিশয় প্রবল ছিল । কাহারও শিশুসন্তান দেখিলে, তিনি অনিৰ্ব্বচনীয় প্রীতি প্রাপ্ত হইতেন । পরিচারকদিগের শিশুসন্তান সকল সৰ্ব্বদা তাহার নিকটে থাকিত। তিনি, স্নেহ ও যত্বপূর্বক অনাথ বালকবালিকাদিগের লালন ও নিজ ব্যয়ে প্রতিপালন করিতেন। কৰ্ম্মচারীদিগের উপর এই আদেশ ছিল, অনাথ বালকবালিকা দেখিলে, তাহার নিকট আনিয়া দিবে। একদিন পুলিসের লোকেরা, পথিমধ্যে একটা অতি অল্পবয়স্ক শিশু পতিত দেখিয়া, তাহাকে রাজমহিষীর নিকটে আনিয়া দিল । তিনি সবিশেষ স্নেহ ও যত্ব সহকারে, তাহার লালনপালন করিতে লাগিলেন । এই বালক, রাজমহিষীর নিরতিশয় স্নেহপাত্র হইল। সে পঞ্চমবর্ষীয় হইলে, তিনি তাহাকে বিদ্যালয়ে নিযুক্ত করিয়া দিলেন ; এবং যাহাতে সে উত্তমরূপে বিদ্যালাভ করিতে