পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8૨ર বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা কখনও দেখি নাই। তুমি যে ঈদৃশ মহামূল্য রত্নসমূহ হস্তে পাইয়া ধৰ্ম্মভয়ে লোভ সংবরণ করিয়াছ, তজ্জন্ত তোমায় সহস্র ধন্যবাদ দিতেছি । আজ অবধি তোমার দুরবস্থা মোচন হইল। অতঃপর, তোমায় একদিনের জন্যও কষ্ট পাইতে হইবে না। আমি তোমার ও তোমার সস্তানগণের সম্পূর্ণ ভার গ্রহণ করিলাম। এই বলিয়া, রাজা কোষাধ্যক্ষকে ডাকাইলেন ; এবং সেই দুঃখিনী বিধবাকে, অবিলম্বে বিংশতি সহস্র পিয়াস্তর (১) দিতে আদেশ করিলেন। অনন্তর, সেই রত্নসমূহের যথার্থ অধিকারীর সবিশেষ অনুসন্ধান করিবার নিমিত্ত, আজ্ঞা প্রদান করিয়া বলিলেন, যদি সবিশেষ অনুসন্ধান করিয়াও, প্রকৃত অধিকারীর উদ্দেশ না হয়, তাহ হইলে, এই সমস্ত রত্ব বিক্রীত হইবে, এবং বিক্রয়লব্ধ সমস্ত ধন এই বিধবা ও ইহার পুত্রেরা পাইবে । অপত্যস্নেহ ইংলণ্ডের রাজধানী লণ্ডন নগরে হাইট্ৰচেপল নামে এক স্থান আছে। তথায় পরস্পরসংলগ্ন শ্রেণীবদ্ধ কতকগুলি গৃহ ছিল। যাহাদের নিজের বাসস্থান নাই, সেইরূপ লোকের ভাড়া দিয়া, ঐ সকল গৃহে অবস্থিতি করিত। একদা, ঐ পল্লীতে অতি ভয়ানক অগ্নিদাহ উপস্থিত হইল। যেখানে অগ্নি লাগে, তথায় প্রবল বেগে বায়ু বহিতে থাকে ; সুতরাং অগ্নি উত্তরোত্তর, অধিকতর প্রদীপ্ত হইয়৷ উঠে। এখানেও অগ্নি প্রবল বায়ুর সহায়তায়, অল্পক্ষণমধ্যে বিলক্ষণ প্রদীপ্ত হইয়া উঠিল। অনেকেই গৃহ হইতে বহির্গত হইতে পারিল না। সমবেত প্রতিবেশীর, অনেক কষ্টে কতকগুলি লোককে গৃহ হইতে বহির্গত করিল ; অবশিষ্ট সমুদয় লোক গৃহমধ্যে রহিল। একটি দরিদ্র নারীর কতিপয় শিশুসন্তান ছিল। সে, প্রতিবেশীদিগের সহায়তায়, আপন সন্তানগুলি লইয়া, অগ্নিক্ষেত্র হইতে বহির্গত হইয়াছিল। জগদীশ্বরের কৃপায়, এ যাত্রা পরিত্রাণ পাইলাম, এই ভাবিয়া, সে র্তাহাকে ধন্যবাদ দিয়া, সাহায্যকারী প্রতিবেশীদিগের যথেষ্ট স্তুতি করিল ; পরে, একে একে সন্তানগুলির নামগ্রহণপূর্বক, আশ্বাস করিতে গিয়া, জানিতে পারিল, সৰ্ব্বকনিষ্ঠ সন্তানটি আনীত হয় নাই ; সে (১) ইটালি প্রভৃতি দেশে প্রচলিত রৌপ্যমুদ্র, মুল্য ১৭০ ৷