পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী- - প্রথম ভাগ 8ՏԳ আহ্নাদিত হইয়াছিলেন, সেই দরিদ্র বৃদ্ধার বাক্য শ্রবণে ও ব্যবহার দর্শনে, তদপেক্ষা সহস্ৰগুণে অধিক আহ্নাদিত হইলেন। ফলতঃ তিনি তদীয় ঈদৃশ ন্যায়পরতা ও ধৰ্ম্মপরায়ণত দর্শনে সাতিশয় চমৎকৃত হইয়া, আন্তরিক ভক্তি সহকারে ভূরি ভুরি ধন্যবাদ দিতে লাগিলেন ; এবং মনে মনে বিবেচনা করিলেন, এই স্ত্রীলোক যেরূপ সাধু, ইহাকে তদনুরূপ পুরস্কার প্রদান করা উচিত ; না করিলে, আমি নিঃসন্দেহ অধৰ্ম্মগ্রস্ত হইব । এই স্থির করিয়া তিনি সেই বৃদ্ধাকে বলিলেন, অয়ি ধৰ্ম্মশীলে, তুমি আমাদের যে মহোপকার করিলে, আমায় কিয়দংশে তাহার পরিশোধ করিতে দাও । এই বলিয়, তিনি তাহাকে বহু সহস্র মুদ্র দিতে উদ্ভত হইলেন। তখন বৃদ্ধ বলিল, অর্থের লোভ থাকিলে, আমি এই সমস্ত সম্পত্তি অনায়াসে আত্মসাৎ করিতে পারিতাম। আপনার স্বামী অামায় যথেষ্ট স্নেহ ও অনুগ্রহ করিতেন ; আমি যে র্তাহার ন্যস্ত সম্পত্তি তদীয় উত্তরাধিকারীর হস্তে অপিত করিতে পারিলাম, তাহাতেই আমি চরিতার্থ হইয়াছি ; আমার আর পুরস্কারের প্রয়োজন নাই। আপনি যদি আমার উপর তাহার ন্যায় স্নেহদৃষ্টি রাখেন, তাহাই আমি প্রভূত পুরস্কার বলিয়া পরিগণিত করিব । পিতৃবৎসলত যুরোপের যে সকল ভদ্রসন্তান সৈন্তাসংক্রান্ত কৰ্ম্মে নিযুক্ত হয়, তাহারা প্রথমতঃ কিছু দিন যুদ্ধকার্য্যের উপযোগী বিষয়ে শিক্ষা পাইয়া থাকে। এই শিক্ষা দিবার নিমিত্ত স্থানে স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠিত আছে। যাহারা ঐ সকল বিদ্যালয়ে প্রবিষ্ট হয়, তাহাদিগকে আহার, পরিচ্ছদ প্রভূতি সমস্ত বিষয়ে, তত্ৰত্য নিয়মাবলীর অনুবত্তী হইয়া চলিতে হয় ; যাহারা অন্যথাচরণ করে, তাহারা বিদ্যালয় হইতে বহিস্কৃত হইয়া থাকে। ইংলণ্ডের এইরূপ কোনও বিদ্যালয়ে একটি বালক নিযুক্ত হইয়াছিল। সে সুবোধ, সাবধান, সচ্চরিত্র ও কৰ্ত্তব্য বিষয়ে সম্যক অবহিত লক্ষিত হওয়াতে, তথাকার অধ্যক্ষ তাহাকে অতিশয় ভাল বাসিতেন । বিদ্যালয়ের নিয়ম অনুসারে, যখন সকল বালক আহার করিত, সেই বালকও তাহদের সঙ্গে আহার করিতে বসিত । আহারের সময়, অন্য অন্য বালকের গল্প ও আমোদ করিত ; কিন্তু সে সেরূপ করিত না । সে, প্রথমে সুপপান *

  • মাংসের স্বরুয়া; সিদ্ধ মাংসের কাথ । যুরোপীয়েরা আহারকালে প্রথমে ঐ স্বপ পান করিয়া, অন্যান্য বস্তু আহার করেন ।