পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী---প্রথম ভাগ ৪২৯ তোমার পিতা, বহুকাল রাজকৰ্ম্ম করিয়াছিলেন ; তিনি কি পেনশন (১) পান নাই ? বালক বলিল, ন মহাশয়, তিনি পেনশন পান নাই ; পেনশনের প্রত্যাশায়, একবৎসরকাল, রাজধানীতে ছিলেন, কৃতকাৰ্য্য হইতে পারেন নাই ; অবশেষে অর্থাভাবে আর এখানে থাকিতে না পারিয়া, হতাশ হইয়া, গৃহে প্রতিগমন করিয়াছেন ; তিনি পেনশন পাইলে, আমাদের এত কষ্ট হইত না । ইহা শুনিয়া অধ্যক্ষ বলিলেন, আমি অঙ্গীকার করিতেছি, যাহাতে তোমার পিত। পেনশন পান, তাহার উপায় করিব। আর, যখন তোমার পিতার এরূপ অবস্থা শুনিতেছি, তখন তিনি আনুষঙ্গিক ব্যয় নিৰ্ব্বাহের নিমিত্ত, সময়ে সময়ে, তোমায় কিছু দিয়া থাকেন, আমার এরূপ বোধ হইতেছে না ; স্থতরাং, সেজন্য তোমার বিলক্ষণ কষ্ট হয়, সন্দেহ নাই । আপাতত:, তুমি তিনটি গিনি লও ; ইহা দ্বারা নিজ অবিশ্বক ব্যয় নিৰ্ব্বাহ করিও ; আর যত সত্বর পারি, তোমার পিতার আগামী ছয় মাসের পেনশন পাঠাইয়া দিতেছি । এই কথা শুনিয়া, বালক আহলাদসাগরে মগ্ন হইল ; এবং অধ্যক্ষের দত্ত তিনটি গিনিতে অবিচলিতভাবে দৃষ্টিপাত করিয়া রহিল। কিয়ৎক্ষণ পরে বলিল, আপনি আমার পিতার নিকটে সত্বর পেনশনের টাকা পাঠাইবেন, বলিলেন ; ঐ টাকা কিরূপে পাঠাইবেন ? অধ্যক্ষ বলিলেন, তোমার সে ভাবনা করিতে হইবে না ; আমরা অনায়াসে র্তাহার নিকট টাকা পাঠাইতে পারিব । বালক বলিল, না মহাশয়, আমি সে ভাবনা করিতেছি না ; আমি আপনার নিকট এই প্রার্থনা করিতেছি, যখন আপনি আমার পিতার নিকট টাক। পাঠাইবেন, ঐ সঙ্গে এই তিনটি গিনিও পঠাইয়া দিবেন। আমি যতদিন এখানে থাকিব, আমার এক পয়সাও প্রয়োজন হইবে না । কিন্তু, এই তিনটি গিনি পাইলে, তাহার যথেষ্ট উপকার হইবে। অধ্যক্ষ, তদীয় সদ্বিবেচনা ও পিতৃবৎসলতার অতিশয্য দর্শনে, সাতিশয় সন্তুষ্ট হইলেন । অনস্তর তিনি, রাজার গোচর করিয়া, তাহার পিতার পেনশনের ব্যবস্থা করিলেন ; এবং আগামী ছয় মাসের পেনশন ও সেই তিনটি গিনি, তাহার নিকট পঠাইয়। দিলেন । তদবধি সেই নিঃস্ব পরিবারের, দুঃখের অবস্থা অতিক্রান্ত হইয়া, অপেক্ষাকৃত মুখের অবস্থা উপস্থিত হইল । (১) পেনশন—বহুকাল চাকরি করিয়া বাৰ্দ্ধক্য প্রভৃতি কারণে চাকরি হইতে অপস্থত হইলে পুরস্কারস্বরূপ যাবজ্জীবন যে মাসিক বৃত্তি পাওয়া যায়।