পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিঃস্বার্থ পরোপকার পারী নগরে, হেনো নামে এক বিধবা নারী থাকিতেন। তিনি নস্তবিক্রয় ব্যবসায় দ্বারা, বহুকাল পর্য্যন্ত স্বচ্ছন্দে দিনপাত করিয়াছিলেন ; কিন্তু বায়াত্তর বৎসর বয়সে, অতিশয় নিঃস্ব ও নিতান্ত নিরুপায় হইয়া পড়িলেন। যে গৃহে তাহার বিপণি ছিল, তাহার ভাটকদানে অসমর্থ হওয়াতে, তাহাকে ঐ গৃহ ছাড়িয়া দিতে হইল। এক্ষণে তাহার আর দাড়াইবার স্থান রহিল না। র্তাহার দুই পুত্র বিলক্ষণ সঙ্গতিপন্ন ছিলেন ; এই দুঃসময়ে তাহারা তাহার কিছুমাত্র আনুকূল্য করিলেন না। মারগারে দেমূল নামে তাহার এক পরিচারিক ছিল। সে তেইশ বৎসর তাহার নিকটে কৰ্ম্ম করে। এক্ষণে স্বামিনীর দুরবস্থা দেখিয়া, তাহার দয়া উপস্থিত হইল। সে, দয়া করিয়া আনুকূল্য না করিলে, নিঃসন্দেহ অনাহারে তাহার প্রাণবিয়োগ ঘটিত। দেমূল, প্রথমতঃ এক প্রতিবেশীর নিকটে উপস্থিত হইল ; এবং সাতিশয় বিনয়পূর্বক নিতান্ত কাতর বাক্যে প্রার্থনা করিল, আপনি অনুগ্রহ করিয়া, আপন বিপণির এক পার্শ্বে, আমার স্বামিনীকে একটু স্থান দেন। তিনি সম্মত হইলে, সে হেনোকে সেই স্থানে লইয়া গেল। তথায় তিনি পূৰ্ব্ববৎ নস্তবিক্রয় করিতে লাগিলেন। তাহাতে যে লাভ হইতে লাগিল, তদ্বারা তাহার ব্যয়নিৰ্বাহ হওয়া কঠিন দেখিয়া, দেমূল। তাহার আমুকূল্যের নিমিত্ত, সূচীকৰ্ম্ম প্রভৃতি দ্বারা কিছু কিছু উপার্জন করিতে লাগিল। প্রতিবেশীরা দেমূলাকে মুশীল, দয়াশীল ও সচ্চরিত্রা বলিয়া জানিত, এজন্য অনেকেই তাহাকে নিযুক্ত করিবার নিমিত্ত ব্যগ্র হইত। কিন্তু, এমন দুঃসময়ে আমি ইহাকে ছাড়িয়া অন্যত্র যাইতে পারিব না ; আমি চলিয়া গেলে, ইহার কষ্টের সীমা থাকিবে না ; ইনি যতদিন জীবিত থাকিবেন, আমি কুত্ৰাপি যাইব না ; এই বলিয়া সে কাহারও প্রস্তাবে সম্মত হইল না । এইরূপে, নিরুপায় হেনো যতদিন জীবিত রহিলেন, দেমূল সাধ্যানুসারে তাহার পরিচর্য্যা ও প্রাণরক্ষা করিল। কিন্তু, সে তাহার কতদূর পর্য্যন্ত উপকার করিতেছে, তিনি তাহা বুঝিতে পারিতেন না। দেমূলার নিকট কৃতজ্ঞতাপ্রদর্শন দূরে থাকুক, তিনি অকারণে কুপিত হইয়া, সতত তাহাকে প্রহার ও তিরস্কার করিতেন ; দেমূল। তাহাতেও রুষ্ট বা অসন্তুষ্ট হইত না । বিশেষতঃ, সে তাহার নিকটে যে তেইশ বৎসর কৰ্ম্ম