পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—প্রথম ভাগ 8○> করিয়াছিল, তন্মধ্যে পনর বৎসরের বেতন পায় নাই। ইহাকেই নিঃস্বার্থ পরোপকার বলে। ফলত, দেমূলার আচরণ, দয়া, ভদ্রতা ও প্রভুভক্তির অদ্ভুত দৃষ্টান্ত । পারী নগরে, ফ্রেঞ্চ একাডেমি নামে এক প্রসিদ্ধ সমাজ আছে। সংকৰ্ম্মে লোকের উৎসাহ বৰ্দ্ধনের নিমিত্ত, সমাজের অধ্যক্ষের, প্রতিবৎসর এক এক পারিতোষিকের ব্যবস্থা করিয়াছেন। তাহাদের বিবেচনায়, যে ব্যক্তি সৰ্ব্বাংশে প্রশংনীয় সৎকৰ্ম্ম করে, সে ঐ পুরস্কার পায়। দেমূলার আচরণের পরিচয় পাইয়া, তাহার এত প্রীত হইয়াছিলেন যে, সে ঐ বৎসরের পুরস্কারের সর্বাপেক্ষ অধিক যোগ্য, ইহা স্থির করিয়া, তাহাকেই ঐ পারিতোষিক দিলেন । আতিথেয়তা মঙ্গে পার্ক নামে এক ব্যক্তি, দেশপর্য্যটন দ্বার লোকসমাজে বিলক্ষণ বিখ্যাত হইয়াছেন । তিনি পর্য্যটন করিতে করিতে, আফ্রিকার অন্তঃপাতী বাম্বারা রাজ্যের রাজধানী সিগো নগরে উপস্থিত হইলেন ; এবং তত্ৰত্য রাজার সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত অভিলাষ করিলেন। মধ্যে এক নদীর ব্যবধান আছে ; উহা উত্তীর্ণ হইয়া, রাজবাট যাইতে হইবে। সে দিবস, পারঘাটায় এত জনতা হইয়াছিল যে, অনূ্যন দুষ্ট ঘণ্টা কাল তাহাকে সেখানে অপেক্ষা করিতে হইল । এই অবকাশে, রাজপুরুষের রাজার নিকট সংবাদ দিল, মহারাজ, এক হীনবেশ শ্বেতকায় মনুষ্য আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছে। শ্রবণমাত্র, নৃপতি আপন এক অমাত্যকে তাহার নিকটে পাঠাইলেন । তিনি, পার্কের সহিত সাক্ষাৎ করিয়া বলিলেন, আমি রাজকীয় আদেশক্রমে আপনাকে জানাইতেছি, আপনি তাহার অনুমতি ব্যতিরেকে নদী পার হইবেন না। তৎপরে অমাত্য কিঞ্চিৎ দূরবর্তী এক গ্রাম দেখাইয়৷ দিলেন, এবং বলিলেন, আজ আপনি ঐ গ্রামে রাত্রিযাপন করুন । পার্ক শুনিয়া অতিশয় উদ্বিগ্ন হইলেন ; কিন্তু আর কোনও উপায় নাই দেখিয়া, সেই গ্রামে চলিলেন। পথিমধ্যে রজনী ও ঝড়বৃষ্টি উপস্থিত হইল। কিয়ৎক্ষণ পরে, গ্রামে প্রবিষ্ট হইয়া, তিনি থাকিবার উপযুক্ত স্থানের অন্বেষণ করিতে লাগিলেন। কিন্তু, বিদেশীয় লোক বলিয়, কেহ সাহস করিয়া, তাহাকে আশ্রয় দিল না ; সুতরাং তিনি