পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—প্রথম ভাগ 8\වීG আমার পরামর্শ এই, নিৰ্দ্ধারিত দিবসে বিবাহ সম্পন্ন হইয়া যাউক । সুইজেৎ, তাহার পরামর্শ শুনিল না ; বলিল, যথাবিধানে পিতৃব্যের অন্ত্যেষ্টিক্রিয়া না করিয়া, আমি কদাচ বিবাহ করিব না ; যদি করি, তাহ হইলে আমার মত পাপীয়সী আর নাই। আর, যদি এজন্য আমার বিবাহ না হয়, তাহাতেও আমি দুঃখিত নহি । এই উপলক্ষে বিলক্ষণ বিবাদ উপস্থিত হইল। গৃহস্বামিনী ও বর, উভয়ে নিৰ্দ্ধারিত দিবসে বিবাহ হওয়া আবশ্যক বলিয়া পীড়াপীড়ি করিতে লাগিল ; সুইজেৎ, কোনও মতে সম্মত হইল না। অবশেষে, গৃহস্বামিনী কুপিত হইয় তাহাকে তাড়াইয়া দিলেন ; এবং বরও, আমি আর তোমাকে বিবাহ করিব না বলিয়া, সম্বন্ধ ভাঙ্গিয়া দিল । সুইজেৎ, তাহাতে কিছুমাত্র দুঃখিত বা উৎকণ্ঠিত না হইয়া, তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থান করিল ; এবং পিতৃব্যের আলয়ে উপস্থিত হইয়া, অস্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করিতে লাগিল । যথাবিধানে অস্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করিয়া সুইজেৎ, বিরলে বসিয়া, পিতৃব্যের শোকে বিলাপ ও পরিতাপ করিতেছে, এমন সময়ে, এক সুশ্ৰী সুবেশ, যুবা পুরুষ সেই স্থানে উপস্থিত হইলেন। ইনি বহু দিন অবধি সুইজেৎকে জানিতেন ; তাহার কৰ্ম্মচু্যত হওয়ার ও সম্বন্ধ ভাঙ্গিয় যাওয়ার কারণ অবগত হইয়া, তাহার উপর অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন। ইনি বিলক্ষণ সঙ্গতিপন্ন ; এ পর্য্যন্ত বিবাহ করেন নাই ; এক্ষণে সুইজেতের পাণিগ্রহণ করিবেন স্থির করিয়া, তাহাকে আপন আলয়ে লইয়া যাইবার নিমিত্ত আসিয়াছিলেন। সুইজেৎ এই ব্যক্তিকে সুশীল, সচ্চরিত্র ও বিলক্ষণ সঙ্গতিপন্ন লোক বলিয়া জানিত । ইহাকে সহসা উপস্থিত দেখিয়া, শোকসংবরণ পূর্বক উঠিয়া দাড়াইল। ঐ ব্যক্তি ঈষৎ হাস্ত করিয়া, সাদর বচনে বলিলেন, সুইজেৎ, শুনিলাম তুমি কৰ্ম্মচু্যত হইয়াছ ; এবং বিবাহের সম্বন্ধ ভাঙ্গিয়া গিয়াছে। যদি তোমার আপত্তি না থাকে, আমি তোমার পাণিগ্রহণে প্রস্তুত আছি। সুইজেৎ শুনিয়া সঙ্কুচিত হইয়। বলিল, মহাশয়, আপনি বড় লোক, আমি অতি দীন ; আপনি আমার পাণিগ্রহণ করিবেন, ইহা কখনও সম্ভব নহে, আপনি পরিহাস করিতেছেন ; আমার এই শোকের ও দুঃখের সময়, এরূপে পরিহাস করা উচিত নয়। এই কথা শুনিয়া সেই যুবক বলিলেন, অয়ি সুশীলে, ধৰ্ম্মপ্রমাণ বলিতেছি, তোমায় পরিহাস করিতেছি না ; আমি এত নিৰ্ব্বোধ, এত নিষ্ঠুর, এত অধম নহি যে, তোমার মত গুণবতী মহিলার শোকে ও দুঃখে দুঃখিত না হইয়া, পরিহাস করিব ; তুমি এক মুহূর্তের নিমিত্তও সেরূপ ভাবিও না। তুমি জান, আমার বিবাহ হয় নাই। এক্ষণে