পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ こQ হতভাগ্য দিল্লীশ্বরের পুত্র শাহ আলম, প্রয়াগের ও অযোধ্যার সুবাদারদিগের সহিত সন্ধি করিয়া, বহুসংখ্যক সৈন্ত লইয়া, বিহারদেশ আক্রমণ করিতে উদ্যত হইলেন। ঐ দুই সুবাদারের, এই সুযোগে, বাঙ্গালা রাজ্যের কোনও অংশ আত্মসাৎ করিতে পারা যায় কি না, এই চেষ্টা দেখা যেরূপ অভিপ্রেত ছিল, উক্ত রাজকুমারের সাহায্য করা সেরূপ ছিল না । শাহ আলম ক্লাইবকে পত্র লিখিলেন, যদি আপনি আমার উদেশ্বসিদ্ধি বিষয়ে সহায়তা করেন, তাহা হইলে, আমি আপনাকে, ক্রমে ক্রমে, এক এক প্রদেশের আধিপত্য প্রদান করিব । কিন্তু ক্লাইব উত্তর দিলেন, আমি মীর জাফরের বিপক্ষতাচরণ করিতে পারিব না । শাহ আলম, সম্রাটের সহিত বিবাদ করিয়া, তদীয় সম্মতি ব্যতিরেকে, বিহারদেশ আক্রমণ করিতে আসিয়াছিলেন । এই নিমিত্ত, সম্রাটও ক্লাইবকে এই আজ্ঞাপত্র লিখিলেন, তুমি আমার বিদ্রোহী পুত্রকে দেখিতে পাইলে, রুদ্ধ করিয়া, আমার নিকট পাঠাইবে । মীর জাফরের সৈন্য সকল, বেতন না পাওয়াতে, অতিশয় অবাধ্য হইয়া ছিল ; সুতরাং, সে সৈন্য দ্বারা উল্লিখিত আক্রমণের নিবারণ কোনও মতে সম্ভাবিত ছিল না । এজন্য, তাহাকে, উপস্থিত বিপদ হইতে উত্তীর্ণ হইবার নিমিত্ত, পুনর্বার ক্লাইবের নিকট সাহায্য প্রার্থনা করিতে হইল। তদনুসারে ক্লাইব, সত্বর হইয়া, ১৭৫৯ খৃঃ অব্দে, পাটনা যাত্রা করিলেন । কিন্তু, ক্লাইবের উপস্থিতির পূর্বেই, এই ব্যাপার এক প্রকার নিম্পন্ন হইয়াছিল। রাজকুমার ও প্রয়াগের সুবাদার, নয় দিবস পাটনা অবরোধ করিয়াছিলেন। ঐ স্থান তাহদের হস্তগত হইতে পারিত ; কিন্তু তাহারা শুনিলেন, ইঙ্গরেজের আসিতেছেন, এবং অযোধ্যার স্ববাদার.প্রয়াগের স্ববাদারের অনুপস্থিতিরূপ সুযোগ পাইয়া, বিশ্বাসঘাতকতা পুৰ্ব্বক, তাহার রাজধানী অধিকার করিয়াছেন । এই সংবাদ পাইয়া, প্রয়াগের স্ববাদার, আপনার উপায় আপনি চিন্তা করুন এই বলিয়া, রাজকুমারের নিকট বিদায় লইয়া, স্বীয় রাজ্যের রক্ষার নিমিত্ত, প্রস্থান করিলেন। এই উপলক্ষে যে যুদ্ধ উপস্থিত হইল, তাহাতেই তাহার মৃত্যু হইল। রাজকুমারের সৈন্তের অনতিবিলম্বে তাহাকে পরিত্যাগ করিল ; কেবল তিন শত ব্যক্তি তাহার অদৃষ্টের উপর নির্ভর করিয়া রহিল। পরিশেষে, র্তাহার এমন দুরবস্থা ঘটিয়াছিল যে, তিনি ক্লাইবের নিকট ভিক্ষার্থে লোক প্রেরণ করেন। ক্লাইব, বদান্তত প্রদর্শন পুৰ্ব্বক, রাজকুমারকে সহস্ৰ স্বর্ণমুদ্রা পাঠাইয়া দেন। মীর জাফর, এই রূপে উপস্থিত বিপদ হইতে পরিত্রাণ পাইয়া, কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ, ক্লাইবকে ওমর উপাধি দিলেন, এবং, কোম্পানিকে নবাব সরকারে কলিকাতার জমীদারীর 8