পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮼ8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এই স্থির করিয়া, তিনি, অবিলম্বে, তদীয় আলয়ে উপস্থিত হইলেন । তাহাকে দেখিবামাত্র সে বিষন্ন বদনে, তাহার চরণে নিপতিত হইল, এবং অশ্রুপূর্ণ লোচনে, কাতর বচনে, ক্ষমাপ্রার্থনা করিতে লাগিল। তদীয় ঈদুশ ভাব দর্শনে, শেনষ্টোনের অন্তঃকরণে অতিশয় দয়া উপস্থিত হইল। তখন তিনি, তাহাকে ভূতল হইতে উঠাইয়া, অশেষ প্রকারে, তাহার সান্তন করিলেন ; আশ্বাসপ্রদান পূৰ্ব্বক, তাহারে সমভিব্যাহারে লইয়া, আপন আলয়ে উপস্থিত হইলেন ; এবং যাহাতে সে অনায়াসে পরিবারের ভরণপোষণ সম্পন্ন করিতে পারে, এরূপ এক কৰ্ম্মে নিযুক্ত করিয়া দিলেন। তদবধি, আর কখনও, সে, দস্থ্যবৃত্তি বা অন্তবিধ কোনও দুষ্কৰ্ম্মে প্রবৃত্ত হয় নাই । দয়া, সৌজন্য ও কৃতজ্ঞতা জোসেফ নামে এক কাফুরি, বারবেডো নগরে, বাস করিতেন। তাহার কিছু অর্থসংস্থান ও সামান্তরূপ একটি দোকান ছিল। ঐ দোকানে ক্রয় বিক্রয় দ্বারা, তিনি যাহা পাইতেন, তাহাতে তাহার স্বচ্ছন্দে জীবিকানিৰ্ব্বাহ হইত। জোসেফ অতি সজ্জন, ধৰ্ম্মশীল ও পরোপকারী ছিলেন । সেই নগরে অনেক দোকান ছিল ; কিন্তু তাহার দোকান সৰ্ব্বক্ষণ, খরিদদারগণে পরিপূর্ণ থাকিত ; যদি কেহ কোনও দ্রব্য খুজিয়া ন৷ পাইত, জোসেফ পরিশ্রম ও অনুসন্ধান করিয়া, সে দ্রব্যের যোগাড় করিয়া দিতেন । বস্তুতঃ, সচ্চরিত্র ও পরোপকারী বলিয়া, তিনি সৰ্ব্ববিধ লোকের নিকট, সাতিশয় আদরণীয় ও মাননীয় ছিলেন । ১৮৮৫ খৃঃ অব্দে আগুন লাগিয়া, ঐ নগরের অধিকাংশ ভস্মসাৎ হইয়া যায়, এবং অনেক অধিবাসীর সর্বস্বাস্ত হয়। জোসেফ যে অংশে বাস করিতেন, কেবল ঐ অংশে কোনও অনিষ্ট ঘটে নাই । যাহাদের সবর্বস্বাস্ত হইয়াছিল, জোসেফ যথাশক্তি, তাহাদের সাহায্য করিতে লাগিলেন । তিনি প্রথম অবস্থায় কোনও পরিবারের নিকট উপকৃত হইয়াছিলেন। ঐ পরিবারেরও এক ব্যক্তির, এই উপলক্ষে, সৰ্ব্বস্বাস্ত ঘটে। এ ব্যক্তি বিলক্ষণ সঙ্গতিপন্ন ছিলেন ; কিন্তু সাতিশয় দানশীলতা দ্বারা, অগ্নিদাহের পূর্বেই, নিতান্ত নিঃস্ব হইয় পড়েন ; পরে যে কিছু অবশিষ্ট ছিল, এই অগ্নিদাহে, সে সমস্তই নষ্ট হইয়া যায়। ইহার দুরবস্থা দর্শনে, জোসেফের অন্তঃকরণে নিরতিশয় দয়ার সঞ্চার হইল। ইনি